ডেস্ক রিপোর্ট:
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেন্সিডিলসহ সুমন আলী (৩৭) নামের একজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। আটক সুমন আলী জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের মৃত রেজাউল মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই ফিরোজ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার রাত ১০টার দিকে জীবননগর টু চ্যাংখালী সড়কের রাজনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৭৩ বোতল ফেন্সিডিলসহ সুমন আলী নামের একজনকে আটক করা হয়।
আটক সুমন আলীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।