চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যসহ আটক ৩ জনের জেল-জরিমানা

0
3

আমিনুর রহমান নয়ন(চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গা সদর উপজেলার পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মমতাজ। বুধবার (১৮ই ডিসেম্বর ২০২৪) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানসূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মমতাজের নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপপরিদর্শক সাহারা ইয়াসমিন বিভাগীয় স্টাফসহ সদর উপজেলার কেদারগঞ্জ মালোপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় দুই পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ একই এলাকার মৃত অভি সেখের ছেলে রফিক সেখকে (৬০) আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে সকাল ১১টার সময় একই টিম তালতলা পশুহাট পাড়ায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে সায়েদ হোসেনকে (৩৫) আটক করে। এছাড়া দুপুর ১২টার সময় তালতলা হকপাড়ায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ একই এলাকার মৃত খোকনের ছেলে অপুকে (৩৫) আটক করা হয়। তাদের দুজনকেই মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিন করে কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে চুয়াডাঙ্গা জেলা করাগারে প্রেরণ করা হয়েছে।