চুয়াডাঙ্গা থেকে পাচারের সময় ২টি স্বর্ণেরবার সহ এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি। আজ বুধবার (৫ জুন) সকালে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা কুতুবপুর থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত সোনার দুটি বারের আনুমানিক বাজার মূল্য ২৬ থেকে ২৭ লক্ষ টাকা বলে জানিয়ে বিজিবি।
আটক কাউছার আলী (৪০) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মৃত. আব্দুল কুদ্দুসের ছেলে।
বুধবার (৫ জুন) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
![](https://radiochuadanga.com/wp-content/uploads/2024/06/Chuadanga-Gold-2-1024x651.jpg)
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের মধ্যে থেকে স্বর্ণ চোরাচালান হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপি’র টহল কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯৩/৩- আর হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর গ্রামে ওঁৎ পেতে থাকেন। এসময় একটি ইজিবাইক সীমান্তের দিকে আসলে বিজিবি সদস্যরা চালককে চ্যালেঞ্জ করেন। পরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি। তার শরীর তল্লাশি চালিয়ে লুঙ্গির ভাজে কোমরের সাথে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় দুটি স্বর্ণের বার (১৯.৮৯ ভরি) উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত স্বর্ণের বার দুটির আনুমানিক বাজারমূল্য ২৬/২৭ লাখ টাকা। চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় আটক ইজিবাইক চালককে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তরসহ হাবিলদার মুন্সি মুজিবর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।