গাজীপুরে পোশাক কারখানায় আগুন,আহত ১০!

0
55

নিউজ ডেস্ক:

সোমাবার গাজীপুরে একটি পোশাক কারখানায় সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ১০ জন আহত হয়েছেন।

শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার নিজেদের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।