কুবিতে ইউএনডিপি’র উদ্যোগে ‘স্কলারশিপ অ্যাওয়ার্ডিং সেরিমনি’ অনুষ্ঠিত

0
2

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘স্কলারশিপ অ্যাওয়ার্ডিং সেরিমনি’। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল ইংরেজি ও আইটি দক্ষতা বৃদ্ধি। শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে মনোনীত শিক্ষার্থীদের মধ্যে স্কলারশিপ প্রদান করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় মারজাহান আক্তারের সঞ্চালনায় সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এই সেশনটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ফিউচার নেশন ইউএনডিপি’র রিজিওনাল ফ্যাসিলিটেটর মোঃ কবির হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফ্যাসিলিটেটর রফিক উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান।

রিজিওনাল ফ্যাসিলিটেটর মোঃ কবির হোসেন বলেন, ‘আমরা ‘ফিউচার নেশন ইউএনডিপি’ বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য আমরা একটা স্কলারশিপ প্রোভাইড করে থাকি। মূলত এটা ৩৪ হাজার টাকা মূল্যের একটি কোর্স, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়। গত ১ তারিখে এই প্রোগ্রামের আওতায় চারশত শিক্ষার্থীকে আমরা এই স্কলারশিপ দিয়েছি। আজকে আরও পাঁচশত শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেয়া হবে এবং পরবর্তীতে ফিউচার নেশন ইউএনডিপি থেকে এরকম আরও সুযোগ আসবে।’

অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান বলেন, ‘তোমাদেরকে অবশ্যই বিজনেস, সোশ্যাল সায়েন্স এবং যতটুকু সম্ভব ইংরেজি স্কিল আয়ত্ত করতে হবে। তোমাদের টুইটার, ফেসবুক—সব বিষয়ে দক্ষতা থাকতে হবে। চ্যাটজিপিটি সম্পর্কে সবকিছু জানতে হবে। যা করবে, তা অবশ্যই নৈতিকভাবে করতে হবে। অন্যথায়, চ্যাটজিপিটি বা এআই নির্ভর যে প্রযুক্তি রয়েছে, তা সব ফাঁস করে দেবে।’

তিনি আরও বলেন, ‘তোমরা শুধু বাংলাদেশের নাগরিক নও; তোমরা গ্লোবাল সিটিজেনও। বিশ্বমার্কেটে প্রতিযোগিতা করতে হলে তোমাদের যেকোনো একটি স্কিল আয়ত্ত করতে হবে। যদি যেকোনো একটি বিষয়ে দক্ষ হও, তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করতে পারবে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফ্যাসিলিটেটর রফিক উদ্দিন বলেন, ‘ফিউচারনেশন, ইউএনডিপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দক্ষতা উন্নয়নের জন্য ফ্রি স্কলারশিপ কোর্স প্রদান করছে পুরো বাংলাদেশে। তারই ধারা বাহিকতায় আমরা আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪৯৮ শিক্ষার্থী নিয়ে বিজনেস এন্ড সোশ্যাল ইংলিশ এবং ফ্রন্টিয়ার টেকনোলজিক্যাল স্কলারশিপ কোর্স সেশন করেছি। গত ১ ডিসেম্বর আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪০৫ জন শিক্ষার্থীকে স্কলারশিপ দিয়েছিলাম। এ প্রত্যকটি কোর্স ৩৪ হাজার টাকার সমান।’