কঙ্গোর কারাগারে কয়েক’শ নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা!

0
5
কঙ্গোর গোমা শহরের একটি কারাগারে ১৬৫ থেকে ১৬৭ জন নারী কারাবন্দিকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে।

গত ৩ ফেব্রুয়ারি সোমবার শহরের মুনজেনজে কারাগারে এ ঘটনা ঘটে। গোমার পতন হওয়ার পর মুনজেনজে কারাগার ভেঙে পালানো শুরু করেন কয়েদিরা।

তবে এই কয়েদিদের একাংশ কারাগারের নারী সেলের দিকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে নারী কারাবন্দিদের ওপর।

শহরের রাস্তায় মরদেহ পড়ে ছিল এবং আবাসিক বাড়িগুলির উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ছিল বলে জানা গেছে।

গত সপ্তাহের জেল ভাঙার ঘটনার ফুটেজে দেখা গেছে, পটভূমিতে ধোঁয়া উঠতেই লোকজন ভবন থেকে পালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, গত তিন দিনের সংঘাতে গোমায় নিহত হয়েছেন ২ হাজার ৯০০ জন। এদের মধ্যে ২ হাজার জনকে কবর দেওয়া হয়েছে এবং ৯০০ জন এখনও বিভিন্ন হাসপাতালের মর্গে আছেন।

সূত্র:  বিবিসি