আবুধাবীতে আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত !

0
43

নিউজ ডেস্ক:

আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে বিজয় দিবসের আলোচনা সভা ও আওয়ামী লীগের নিজস্ব প্রকাশনা আওয়ামী বার্তার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আবুধাবীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আল মামুন সরকার।

সংগঠনের সভাপতি শহিদ উল্যাহ শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এতে বিশেষ অতিথি ছিলেন নুর আলম মানিক, আমিন মিয়া, মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম, মোহাম্মদ এমদাত, বশির ভূইয়া, ইউনূস চৌধুরী ইমু, এস.কে. আলাদীন, নজরুল ইসলাম, মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ এনাম, মির্জা ইমাম, মাহমুদুল হাছান হারুন।

এসময় বক্তারা, আওয়ামী সরকারের নানামুখী কর্মকান্ডের প্রশংসা করেন এবং আগামীতে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, তোফায়েল আহমেদ চৌধুরী সেলিম, নিজাম উদ্দীন মানিক, মোহাম্মদ সহেল, রেজাউল করিম, মোহাম্মদ ইকবাল, জামাল উদ্দীন, শেখ এমরান উল্ল্যাহ, মোহাম্মদ আজমল,মোহাম্মদ পারবেজ, জাহাঙ্গীর খান, আক্তার মিঝি, মোহাম্মদ আনিস, আহমেদ নুর, মোহাম্মদ মামুন, আব্দুর রহমান, মোহাম্মদ স্বপন প্রমুখ।  অনুষ্ঠানের শেষ পর্বে  প্রধান অতিথি আবুধাবী আওয়ামী লীগের নিজস্ব প্রকাশনা ‘আওয়ামী বার্তা’ বইয়ের মোড়ক উম্মোচন করেন।