বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অভিনেত্রী ক্যারি ফিশার মারা গেছেন!

নিউজ ডেস্ক:

‘স্টার ওয়ারস’ সিরিজের জনপ্রিয় অভিনেত্রী ক্যারি ফিশার আর নেই। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৫ মিনিটে এই হলিউড তারকা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

পারিবারিক এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি এক খবরে জানায়, গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন ক্যারি ফিশার। লন্ডন থেকে লস অ্যাঞ্জেলসগামী একটি ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমান অবতরণের পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েক দিন পর মারা গেলেন তিনি।

ক্যারি ফিশারের মৃত্যুতে তার স্বজন, সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও অগণিত ভক্ত শোক-শ্রদ্ধা জানাচ্ছেন।

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়, ক্যারি ফিশারের জন্য যারা প্রার্থনা করেছেন, পরিবারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ।

উল্লেখ্য, ‘স্টার ওয়ারস’ সিরিজে রাজকুমারী লেইয়া চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন ক্যারি ফিশার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular