নিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দেশটির রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মক্কা, মদীনাসহ বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন বায়ান্নর ভাষা শহীদদের।
মঙ্গলবার সকালে রিয়াদ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ বাংলা এবং ইংরেজী শাখা, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা ও ইংরেজী শাখা দিবসটি উপলক্ষ্যে পৃথক কর্মসূচি পালন করে।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসে দিনের কর্মসূচির উদ্বোধন করেন মিশন উপ প্রধান মোঃ নজরুল ইসলাম এবং জেদ্দা কনস্যুলেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন কনসাল জেনারেল কেএম বোরহান উদ্দিন।
কর্মসূচির মধ্যে ছিলো, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রীর দেয়া বাণী পাঠ, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া।