নিউজ ডেস্ক:
শনিবার ভোর থেকে চালানো রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় অভিযান এখনও শেষ হয়নি। রাতভর ‘সূর্য ভিলা’ নামের তিন তলা ভবনটি নিরাপত্তার চাদরে ঢেকে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভবনটির ভেতরে কিশোর জঙ্গি আফিফের মরদেহসহ বিপুল পরিমাণ গ্রেনেড ও গুলি থাকায় আজ সকালে আবারও অভিযান চালানো হবে বলে ধারনা করা হচ্ছে।শনিবার মধ্যরাতে রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের প্রায় ১৬ ঘণ্টা পর ঘটনাস্থলের সার্বিক অবস্থা দেখতে গেলে দেখা যায়, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছেন। অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে রয়েছে পুলিশ, র্যাব, এসবি, ডিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা ।
কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তার সূত্রে জানা যায়, যেহেতু ঘরের ভেতরে কিশোর জঙ্গি আফিফের মরদেহ এখনও আছে, সেহেতু এই অপারেশন এখনও শেষ হয়নি। আর সেই সঙ্গে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতর বিপুল পরিমাণ গ্রেনেড ও গুলি আছে। রবিবার দিনের আলোয় অপারেশনের বাকি কাজ শুরু করবেন বোম্ব ডিসপোজাল ইউনিট। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও সতর্ক অবস্থায় আছে।
উল্লেখ্য, রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় অন্ধকার ও বিষাক্ত গ্যাস থাকায় ভেতরে যেতে না পারার কারনে শনিবারের মতো অভিযান শেষ ঘোষণা করা হয়।