যুক্তরাষ্ট্রে বিমানবন্দরেই আটক ২ ইরাকি, ট্রাম্পের বিরুদ্ধে মামলা !

0
38

নিউজ ডেস্ক:

নিউইয়র্ক বিমানবন্দরে নামার পর আটক করা হয় দুই ইরাকিকে। কিন্তু তাদের সঙ্গে বৈধ ভিসা ছিল। সেই সঙ্গে ছিল অন্যান্য বৈধ কাগজপত্রও। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্দেশ অনুযায়ী তারা যুক্তরাষ্ট্রে অবৈধ হিসেবেই গণ্য করা হয়েছে। আর সে কারণেই তাদের আটক করা হয়।

স্থানীয় সময় গত শুক্রবার এই আটকের ঘটনা ঘটে। কিন্তু ইরাকের ওই দুই নাগরিক তাদের সাথে হয়ে যাওয়া এই অবমাননা মানতে নারাজ। তাই তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। স্থানীয় সময় গত শুক্রবার এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি। নির্বাহী আদেশ অনুযায়ী আগামী ৯০ দিন ইরাকের কোনো নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। কিন্তু ওই দিনই নিউইয়র্কের বিমানবন্দরে নামেন দুই ইরাকি। যার ফলে বিমানবন্দরেই তাদের আটক করা হয়।

কিন্তু সেই দুই ইরাকির আইনজীবীরা বাদ সেধেছেন। তারা বিষয়টি নিয়ে আদালতে যাচ্ছেন। এই দুই ইরাকির আইনজীবীদের দাবি, বৈধ কাগজপত্র নিয়েই ওই দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রে এসেছেন। আইনজীবীরা দাবি করেন, এদের আটক রাখা আইনত অবৈধ।ট্রাম্পের ওই নির্বাহী আদেশের বিরুদ্ধে ওই দুই ইরাকির আইনজীবীরা শরণার্থীদের পক্ষে দাঁড়াবেন বলেও জানা যায়।