বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নূরুল হুদা আর নেই !

নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী মো. নূরুল হুদা আর নেই। আজ বুধবার নিউইয়র্কের একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় ভোর সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহী…..রাজিউন)।

ফুসফুসের সমস্যা নিয়ে গতকাল মঙ্গলবার তিনি নিউইয়র্কের উইল কর্ণেল প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

নূরুল হুদার স্ত্রীপক্ষের আত্মীয় আশিক  জানান, ১০/১২ দিন পূর্বে আমেরিকায় থাকা ছেলে সানভির হুদাকে দেখতে সেখানে যান নূরুল হুদা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুরে (স্থানীয় সময় ভোর সোয়া ৩টা) তিনি মৃত্যুবরণ করেন।

আসিক জানান, তার ফুপা নূরুল হুদার শ্বাসকষ্টের সমস্যা ছিল। তার ফুসফুস অক্সিজেন নিতে পারছিল না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular