নির্বাচনী এলাকায় মঙ্গলবার ব্যাংক বন্ধ !

0
31

নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচনী এলাকায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোটের দিনে সকল তফসিলি ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, উপনির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের সব শাখা মঙ্গলবার বন্ধ থাকবে।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।