নিউজ ডেস্ক:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিয়ে মানুষে মানুষে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সমাজ থেকে বৈষম্য দুর করবে। একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠাই একটি স্বাধীন দেশের আরাধ্য লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
গতকাল শুক্রবার বিকেলে নজরুল স্কয়ার ডিসি হিলে দুই দিনব্যাপী চট্টগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সম্মিলিত ঈদ আনন্দ উৎসব উদযাপন পরিষদের আহবায়ক শেখ মাহমুদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসব উদ্বোধন করেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মঈন উদ্দিন আহমদ মিন্টু।
সম্মিলিত ঈদ আনন্দ উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী খোরশেদ আলমের সঞ্চালনায়ে অনুষ্ঠিত উৎসবের আলোচনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব আবদুল মান্নান ফেরদৌস, ঘোষণাপত্র পাঠ করেন সমন্বয়কারী কে এম মামুন রাজা, শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব এ এম মহিউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, শ্রমিক নেতা শফি বাঙালি, সমাজসেবক হাজী মো. শাহবুদ্দিন, তিলোত্তমা চট্টগ্রামের চেয়ারম্যান ডা. শাহেলা আবেদীন রিমা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ফয়সাল বাপ্পী।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন নিবেদন শিল্পী গোষ্ঠী পরিচালনায় রুপম মুৎসুদ্দি টিটু, দলীয় নৃত্য পরিবেশন করেন নিক্কন একাডেমী পরিচালনায় নৃত্য শিল্পী সেতু বিশ্বাস, একক সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী আলাউদ্দিন তাহের, পলি শারমিন, বিউটি দাশ, কাজল দত্ত ও জয়দ্বীপ চৌধুরী আকাশ।
আজ শনিবার বিকেল সম্মিলিত ঈদ আনন্দ উৎসব-এর শেষ দিনে বিকাল ৪ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মুখ্য আলোচক চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক।