নিউজ ডেস্ক:
চীনের বিভিন্ন নগরী বিষাক্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। ফলে সোমবার অনেক হাসপাতালে দর্শণার্থীদের আগমন এবং রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয়েছে। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়াবিদরা পরিস্থিতি আরো খারাপ হওয়ার আভাস দিয়েছেন।
বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে গত শুক্রবার থেকে প্রায় ২৩ টি নগরীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার চতুর্থ দিনের মত এ সতর্কতা চলছে। আগামী বুধবার পর্যন্ত এ সতর্কতা চলবে।
কুয়াশার হাত থেকে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ইতোমধ্যে বেশ কয়েকটি উদ্যোগ নেয়া হয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, সোমবার সকালে বেইজিংয়ের বাতাস আশংকার চেয়ে ভাল আছে।
সিসিটিভি’র খবরে বলা হয়, বন্দর নগরী তিয়ানজিনে ১৮০ টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় ৬০ টি ফ্লাইট বিলম্ব করেছে। নগরীর হাইওয়েগুলোও বন্ধ রাখা হয়েছে। অ্যাজমার মত শ্বাস-প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে।