পঞ্চগড়ের বোদা পৌরসভায় দু’টি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছে। আন্ডারগ্রাউন্ড পানির ট্যাংক এবং ভলিবল ও বাস্কেটবল খেলার মাঠ।
বুধবার (১২ মার্চ) দুপুরে বোদা পৌরসভার পৌর বাজারের মুড়িহাটিতে এডিপি’র অর্থায়নে ১৬ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হবে আন্ডারগ্রাউন্ড পানির ট্যাংক। এছাড়া, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ১০ লক্ষ টাকা ব্যয়ে এডিপির অর্থায়নে নির্মিত হচ্ছে ভলিবল ও বাস্কেটবল খেলার মাঠ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এছাড়া, বোদা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, ১নং ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার আরিফুর রহমান আরিফসহ বিএনপি, ও যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।