শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাথে গ্রামীণফোন এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গ্রামীণফোনের চীফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেনের স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে রাবি আইবিএ’র পরিচালক প্রফেসর মো. শরিফুল ইসলাম স্বাক্ষর করেন।
বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাক্ষরিত সমঝোতা স্মারক গ্রামীণফোনের এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট হস্তান্তর করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় রাবি আইবিএ’র শিক্ষার্থী ও গবেষকগণ গ্রামীণফোনে ইন্টার্নশিপ ও তাদের কর্মসংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে। এছাড়া গ্রামীণফোন বক্তৃতা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, জব ফেয়ার ইত্যাদি আয়োজন করবে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরকালে অন্যদের মধ্যে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, গ্রামীণফোনের সার্কেল এইচ আর লিড-রাজশাহী মো. অহিদুল হকসহ আইবিএ’র শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


























































