শিরোনাম :
Logo সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান Logo জীবননগরের উথলীতে আবারও রেললাইনে ফাটল, তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল Logo Alpha connect day প্রতিযোগিতায় দেশসেরা জাককানইবির আশরাফুল ইসলাম Logo চাঁদপুর জেলা পুলিশের সফল অভিযান; গত ৩ মাসে ১০৩ জন কিশোর গ্যাং ও ডাকাত আটক Logo শেরপুরে ৫ দফা দাবিতে মউশিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo চাঁদপুরে গণঅধিকার পরিষদের আলোচনা ও ইফতার মাহফিল Logo ইসবগুল যেভাবে খেলে বেশি উপকার মেলে Logo জিহ্বা দেখেই বুঝে নিন শরীরে কোন রোগ বাসা বেঁধেছে Logo ঈদ উদযাপনে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা আসিফ মাহমুদ এর Logo মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এলো জাহাজভর্তি মাটিমিশ্রিত কয়লার চালান

বিমানে শ্লীলতাহানির শিকার জনপ্রিয় অভিনেত্রী!

  • আপডেট সময় : ০৬:০৭:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের এক জনপ্রিয় টিভি অভিনেত্রী বিমানে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, ৯ ডিসেম্বর রাজকোট যাওয়ার পথে জেট এয়ারওয়েজের বিমান সহযাত্রীর দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন। তার নাম টিনা দত্ত। ওই ব্যক্তি অন্যায়ভাবে তাকে ছোঁয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। বিমানকর্মীদের সাহায্য চেয়েও খুব একটা সহযোগিতা পাননি দাবি টিনার।
বিমান কর্মীদের ব্যবহারেও যথেষ্ট ক্ষুব্ধ টিনা। তিনি জানিয়েছেন, বিষয়টিকে খুব হাল্কাভাবে কর্মীরা নেন। শুধুমাত্র অভিনেত্রীর আসন পরিবর্তন করার পর উল্টে টিনাকেই কর্মীরা উপদেশ দেন, এই ধরনের ঘটনা হয়েই থাকে।

নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফেসবুকে লম্বা একটি পোস্ট করেন অভিনেত্রী টিনা।
টুনার পোস্ট অনুযায়ী, মুম্বই থেকে সকাল সাড়ে দশটার জেট এয়ারওয়েজের বিমানে যাত্রা শুরু করেন তিনি। ৩০ এ আসনে টিনা এবং ৩০সি আসনে ছিলেন তার ম্যানেজার। আচমরা টিনা অনুভব করে পিছনের আসন থেকে কেউ আসনের পাশের ফাঁক দিয়ে তাকে অন্যায়ভাবে ছোঁয়ার চেষ্টা করেন।
প্রথমে টিনার মনে হয় কোনো শিশুর হাত, কিন্তু বারবার এক জিনিস হওয়ায় টিনা তাকিয়ে দেখেন মাঝবয়সী এক ব্যক্তি যিনি ৩১-এ আসন অর্থাৎ টিনার ঠিক পিছনেই বসেছিলেন তিনি এই কাণ্ড করছেন। টিনা তাকে প্রশ্ন করায় সেই ব্যক্তি ক্ষমা চাইতে শুরু করেন।
এরপর পূজা ও অভিজিৎ নামের দুই বিমানসেবিকা ও বিমানসেবককে ডাকেন টিনা। টিনার দাবি ছিল অভিযুক্ত ব্যক্তিকে নামিয়ে দেয়া হোক বিমান থেকে। কিন্তু পুজা ও অভিজিতের কথায়, এই ধরনের ঘটনা হতেই থাকে তাই ওই ব্যক্তির আসন বদলে দেয়া হচ্ছে। ওই ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে দেয়া হলে টিনাকেও অভিযোগ জানানোর জন্য বিমান থেকে নেমে যেতে হবে।
ক্ষুব্ধ টিনা বিমানচালকের সঙ্গে কথা বলেন, তিনি আরো একধাপ এগিয়ে বলেন, বিমান ওড়ার আগে বিমানে কি হচ্ছে তার দায়িত্ব বিমান চালকের নয়। পুরো বিষয়টিতে গোটা বিমানের একটি পরিবার ছাড়া কেউ তাকে সমর্থন করেননি বলেও জানিয়েছেন টিনা।
জেট এয়ারওয়েজের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ টিনা ফেসবুকে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। কেন এত বড় ঘটনার পরও কোনো পদক্ষেপ নেয়া হয়নি বিমান কর্তৃপক্ষের তরফে তা নিয়েও প্রশ্ন তোলেন টিনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান

বিমানে শ্লীলতাহানির শিকার জনপ্রিয় অভিনেত্রী!

আপডেট সময় : ০৬:০৭:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

ভারতের এক জনপ্রিয় টিভি অভিনেত্রী বিমানে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, ৯ ডিসেম্বর রাজকোট যাওয়ার পথে জেট এয়ারওয়েজের বিমান সহযাত্রীর দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন। তার নাম টিনা দত্ত। ওই ব্যক্তি অন্যায়ভাবে তাকে ছোঁয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। বিমানকর্মীদের সাহায্য চেয়েও খুব একটা সহযোগিতা পাননি দাবি টিনার।
বিমান কর্মীদের ব্যবহারেও যথেষ্ট ক্ষুব্ধ টিনা। তিনি জানিয়েছেন, বিষয়টিকে খুব হাল্কাভাবে কর্মীরা নেন। শুধুমাত্র অভিনেত্রীর আসন পরিবর্তন করার পর উল্টে টিনাকেই কর্মীরা উপদেশ দেন, এই ধরনের ঘটনা হয়েই থাকে।

নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফেসবুকে লম্বা একটি পোস্ট করেন অভিনেত্রী টিনা।
টুনার পোস্ট অনুযায়ী, মুম্বই থেকে সকাল সাড়ে দশটার জেট এয়ারওয়েজের বিমানে যাত্রা শুরু করেন তিনি। ৩০ এ আসনে টিনা এবং ৩০সি আসনে ছিলেন তার ম্যানেজার। আচমরা টিনা অনুভব করে পিছনের আসন থেকে কেউ আসনের পাশের ফাঁক দিয়ে তাকে অন্যায়ভাবে ছোঁয়ার চেষ্টা করেন।
প্রথমে টিনার মনে হয় কোনো শিশুর হাত, কিন্তু বারবার এক জিনিস হওয়ায় টিনা তাকিয়ে দেখেন মাঝবয়সী এক ব্যক্তি যিনি ৩১-এ আসন অর্থাৎ টিনার ঠিক পিছনেই বসেছিলেন তিনি এই কাণ্ড করছেন। টিনা তাকে প্রশ্ন করায় সেই ব্যক্তি ক্ষমা চাইতে শুরু করেন।
এরপর পূজা ও অভিজিৎ নামের দুই বিমানসেবিকা ও বিমানসেবককে ডাকেন টিনা। টিনার দাবি ছিল অভিযুক্ত ব্যক্তিকে নামিয়ে দেয়া হোক বিমান থেকে। কিন্তু পুজা ও অভিজিতের কথায়, এই ধরনের ঘটনা হতেই থাকে তাই ওই ব্যক্তির আসন বদলে দেয়া হচ্ছে। ওই ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে দেয়া হলে টিনাকেও অভিযোগ জানানোর জন্য বিমান থেকে নেমে যেতে হবে।
ক্ষুব্ধ টিনা বিমানচালকের সঙ্গে কথা বলেন, তিনি আরো একধাপ এগিয়ে বলেন, বিমান ওড়ার আগে বিমানে কি হচ্ছে তার দায়িত্ব বিমান চালকের নয়। পুরো বিষয়টিতে গোটা বিমানের একটি পরিবার ছাড়া কেউ তাকে সমর্থন করেননি বলেও জানিয়েছেন টিনা।
জেট এয়ারওয়েজের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ টিনা ফেসবুকে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। কেন এত বড় ঘটনার পরও কোনো পদক্ষেপ নেয়া হয়নি বিমান কর্তৃপক্ষের তরফে তা নিয়েও প্রশ্ন তোলেন টিনা।