শিরোনাম :
Logo রাবির ভর্তি পরীক্ষায় সংকটে ভর্তিচ্ছু; ছাত্রদলের সহযোগিতায় বেঁচে রইলো স্বপ্ন Logo রাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীর স্বপ্ন বাচিঁয়ে রাখলেন ছাত্রদল নেতা রাবিত Logo কয়রা ৬ সাংবাদিকের নামে এক যুগ আগের ঘটনায় হত্যা মামলা Logo চকবাজারে খালে নিখোঁজ শিশুর মরদেহ চাক্তাই খালে উদ্ধার Logo আ.লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর Logo জীবননগরে ৯০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক Logo রাবি ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেন-জি নিয়ে প্রশ্ন Logo শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন Logo রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ৫১ ভর্তিচ্ছু

টুইটারে ভারতীয়দের তোপে আফ্রিদি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তান প্রতিবছর ৫ ফেব্রুয়ারিকে কাশ্মির দিবস হিসেবে পালন করে থাকে। এবার সেই দিবসে টুউট নিয়ে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি। প্রথম টুইটে আফ্রিদি লেখেন, গত কয়েক দশক ধরে কাশ্মির নিষ্ঠুরতার শিকার হয়ে চলেছে। এখন সময় এসেছে এই সমস্যার সমাধানের- এ নিয়ে অনেক প্রাণ ঝরে গেছে।

আফ্রিদি টুইটে লেখেন, কাশ্মির হচ্ছে পৃথিবীর জান্নাত। আর তাই এখানকার নিরপরাধ মানুষের চিৎকারে চোখ-কান বন্ধ করে থাকা যায় না। এই দুটি টুইট বক্তব্যের সঙ্গে ‘আই স্ট্যান্ড উইথ কাশ্মির’ এবং ‘কাশ্মির সলিডারিটি ডে’ হ্যাশ ট্যাগ যোগ করেন তিনি। তবে আফ্রিদির এই টুইট পাকিস্তানিদের বে-শক মনপসন্দ হলেও ভারতীয়রা বেশ খাপ্পা হয়। তাই সঙ্গে সঙ্গে পাল্টা টুইটাঘাত শুরু হয়- যেন ভীমড়ুলের মতো ঝেঁকে বসে ভারতীয়রা আফ্রিদির টুইটকে আক্রমণ করতে। মোট কথা- টুইটবাজীর মাধ্যমে একখান জোশ ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হল আরকি।

আফ্রিদির টুইটের জবাবে ইরশাদ আহমাদ নামের টুইট অ্যাকাউন্ট থেকে তাকে উদ্দেশ্য করে বলা হয়, দুধ চাইলে ক্ষির দেব/ কাশ্মির নিয়ে কথা বললে ছিরে দেব! তোরা আর কতো যুদ্ধ হারবি! ঘটক নামে একজনের টুইট ছিল- কাশ্মির ইস্যু নিয়ে বলার তুমি কে? নিজের দেশই তো সামলাতে পারো না, কাশ্মিরকে সামলাতে চাও?

শুধু ক্রিকেটের মাঠে অলরাউন্ড পারফর্মেন্সেই নয়, বেমক্কা আর ঝুঁকিপূর্ণ মন্তব্য করে দেশে-বিদেশে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার রেকর্ড আফ্রিদির আগেও আছে। গত বছর টি-২০ বিশ্বকাপ খেলতে পাকিস্তানি দল ভারতে অবস্থানকালে আফ্রিদির মন্তব্য ভারতীয়দের মারাত্মক খেপিয়ে তুলেছিল। সেবার মোহালি ম্যাচের পর তিনি বলেন, মাঠে পাকিস্তান দলকে সমর্থন করতে কাশ্মিরের জনগণ এসেছে। পরে অবশ্য তাকে এমন বক্তব্যের ব্যাখা দিতে হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবির ভর্তি পরীক্ষায় সংকটে ভর্তিচ্ছু; ছাত্রদলের সহযোগিতায় বেঁচে রইলো স্বপ্ন

টুইটারে ভারতীয়দের তোপে আফ্রিদি !

আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

পাকিস্তান প্রতিবছর ৫ ফেব্রুয়ারিকে কাশ্মির দিবস হিসেবে পালন করে থাকে। এবার সেই দিবসে টুউট নিয়ে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি। প্রথম টুইটে আফ্রিদি লেখেন, গত কয়েক দশক ধরে কাশ্মির নিষ্ঠুরতার শিকার হয়ে চলেছে। এখন সময় এসেছে এই সমস্যার সমাধানের- এ নিয়ে অনেক প্রাণ ঝরে গেছে।

আফ্রিদি টুইটে লেখেন, কাশ্মির হচ্ছে পৃথিবীর জান্নাত। আর তাই এখানকার নিরপরাধ মানুষের চিৎকারে চোখ-কান বন্ধ করে থাকা যায় না। এই দুটি টুইট বক্তব্যের সঙ্গে ‘আই স্ট্যান্ড উইথ কাশ্মির’ এবং ‘কাশ্মির সলিডারিটি ডে’ হ্যাশ ট্যাগ যোগ করেন তিনি। তবে আফ্রিদির এই টুইট পাকিস্তানিদের বে-শক মনপসন্দ হলেও ভারতীয়রা বেশ খাপ্পা হয়। তাই সঙ্গে সঙ্গে পাল্টা টুইটাঘাত শুরু হয়- যেন ভীমড়ুলের মতো ঝেঁকে বসে ভারতীয়রা আফ্রিদির টুইটকে আক্রমণ করতে। মোট কথা- টুইটবাজীর মাধ্যমে একখান জোশ ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হল আরকি।

আফ্রিদির টুইটের জবাবে ইরশাদ আহমাদ নামের টুইট অ্যাকাউন্ট থেকে তাকে উদ্দেশ্য করে বলা হয়, দুধ চাইলে ক্ষির দেব/ কাশ্মির নিয়ে কথা বললে ছিরে দেব! তোরা আর কতো যুদ্ধ হারবি! ঘটক নামে একজনের টুইট ছিল- কাশ্মির ইস্যু নিয়ে বলার তুমি কে? নিজের দেশই তো সামলাতে পারো না, কাশ্মিরকে সামলাতে চাও?

শুধু ক্রিকেটের মাঠে অলরাউন্ড পারফর্মেন্সেই নয়, বেমক্কা আর ঝুঁকিপূর্ণ মন্তব্য করে দেশে-বিদেশে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার রেকর্ড আফ্রিদির আগেও আছে। গত বছর টি-২০ বিশ্বকাপ খেলতে পাকিস্তানি দল ভারতে অবস্থানকালে আফ্রিদির মন্তব্য ভারতীয়দের মারাত্মক খেপিয়ে তুলেছিল। সেবার মোহালি ম্যাচের পর তিনি বলেন, মাঠে পাকিস্তান দলকে সমর্থন করতে কাশ্মিরের জনগণ এসেছে। পরে অবশ্য তাকে এমন বক্তব্যের ব্যাখা দিতে হয়েছিল।