ফ্রান্সসহ ১৫টি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের সব দেশকে আহ্বান জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বুধবার এ তথ্য জানিয়েছেন।
প্যারিস থেকে এএফপি জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সম্মেলনের পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক্স-এর এক পোস্টে লিখেছেন, ‘নিউইয়র্কে আরো ১৪টি দেশের সঙ্গে ফ্রান্স একটি সম্মিলিত আহ্বান জানাচ্ছে যে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি এবং যারা এখনো তা করেনি, তাদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এই সম্মেলনের লক্ষ্য ছিল ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানকে পুনর্জীবিত করা।


























































