শিরোনাম :
Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান Logo সিরাজগঞ্জে বসতবাড়ির জমি দখলের হুমকির অভিযোগে জিডি Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ 

উগান্ডা ও দক্ষিণ সুদান বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০০:৪৯ অপরাহ্ণ, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে

দক্ষিণ সুদানের ক্ষমতাসীন দলকে তার অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সমর্থন জানিয়ে আসা উগান্ডার সেনাবাহিনী দেশটির স্থানীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে সহিংস সংঘর্ষে লিপ্ত হয়েছে।মঙ্গলবার দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জুবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

উগান্ডা দীর্ঘদিন ধরে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের সামরিক সমর্থক এবং দেশটি মার্চ মাসে ঘোষণা করেছিল যে, তারা দেশে বিশেষ বাহিনী মোতায়েন করেছে।

কিরের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রিক মাচার ও মাচারের জাতিগত নুয়ের সম্প্রদায়ের মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তারা তাকে সমর্থন জানিয়েছিল।

কিন্তু সোমবারের সংঘর্ষগুলো উগান্ডার পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) এবং তাদের অভিন্ন সীমান্তের কাছে সেন্ট্রাল ইকুয়েটোরিয়া রাজ্যে সরকারি বাহিনীর একটি স্থানীয় বিচ্ছিন্নতার মধ্যে বলে মনে হচ্ছে।

দক্ষিণ সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রজাতন্ত্র দক্ষিণ সুদান এবং উগান্ডার সেনাবাহিনীর সদস্যরা কাজো কেজি কাউন্টিতে গুলি বিনিময় করেছে।’

সেনাবাহিনী বিবৃতিতে আরো জানিয়েছে, তাদের প্রতিরক্ষা বাহিনীর প্রধান তার উগান্ডার প্রতিপক্ষের সঙ্গে কথা বলেছেন, যাতে শত্রুতা বন্ধ হয় এবং সংঘর্ষ কীভাবে শুরু হয়েছিল- তার তদন্ত শুরু করা যায়।

কাজো কেজি কাউন্টির প্রতিনিধিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউপিডিএফের আক্রমণ উভয় পক্ষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।’

প্রতিনিধিরা বলেন, হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ‘ঝোপঝাড়’ জঙ্গল, ধর্মীয় প্রাঙ্গণ ও স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছে’।

দক্ষিণ সুদান স্বাধীনতা লাভের দুই বছরের মধ্যেই ২০১৩ সালে গৃহযুদ্ধ শুরু হলে, উগান্ডা দেশটির প্রেসিডেন্ট সালভা কিরের সমর্থনে সেনা পাঠিয়েছিল।

কিরের ও মাচারের মধ্যে যুদ্ধ পাঁচ বছর স্থায়ী হয়েছিল এবং ২০১৮ সালে ক্ষমতা ভাগাভাগির চুক্তি হওয়ার আগে প্রায় ৪ লাখ লোক নিহত হয়েছিল।

কিরের সাম্প্রতিক পদক্ষেপের ফলে মাচারকে পাশে সরিয়ে রাখার ফলে এই চুক্তি প্রায় চাপা পড়ে গেছে, যা নতুন করে জাতিগত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

উগান্ডার সেনাবাহিনীর বিরুদ্ধে দক্ষিণ সুদানের উত্তর-পূর্বে নুয়ের মিলিশিয়াদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র, বিশেষ করে ব্যারেল বোমা ব্যবহার করার অভিযোগ রয়েছে, যাতে দাহ্য তরল পদার্থ ছিল যা বেসামরিক নাগরিকদের হত্যা করেছিল।উগান্ডা অভিযোগ অস্বীকার করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

উগান্ডা ও দক্ষিণ সুদান বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ

আপডেট সময় : ০৯:০০:৪৯ অপরাহ্ণ, বুধবার, ৩০ জুলাই ২০২৫

দক্ষিণ সুদানের ক্ষমতাসীন দলকে তার অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সমর্থন জানিয়ে আসা উগান্ডার সেনাবাহিনী দেশটির স্থানীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে সহিংস সংঘর্ষে লিপ্ত হয়েছে।মঙ্গলবার দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জুবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

উগান্ডা দীর্ঘদিন ধরে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের সামরিক সমর্থক এবং দেশটি মার্চ মাসে ঘোষণা করেছিল যে, তারা দেশে বিশেষ বাহিনী মোতায়েন করেছে।

কিরের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রিক মাচার ও মাচারের জাতিগত নুয়ের সম্প্রদায়ের মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তারা তাকে সমর্থন জানিয়েছিল।

কিন্তু সোমবারের সংঘর্ষগুলো উগান্ডার পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) এবং তাদের অভিন্ন সীমান্তের কাছে সেন্ট্রাল ইকুয়েটোরিয়া রাজ্যে সরকারি বাহিনীর একটি স্থানীয় বিচ্ছিন্নতার মধ্যে বলে মনে হচ্ছে।

দক্ষিণ সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রজাতন্ত্র দক্ষিণ সুদান এবং উগান্ডার সেনাবাহিনীর সদস্যরা কাজো কেজি কাউন্টিতে গুলি বিনিময় করেছে।’

সেনাবাহিনী বিবৃতিতে আরো জানিয়েছে, তাদের প্রতিরক্ষা বাহিনীর প্রধান তার উগান্ডার প্রতিপক্ষের সঙ্গে কথা বলেছেন, যাতে শত্রুতা বন্ধ হয় এবং সংঘর্ষ কীভাবে শুরু হয়েছিল- তার তদন্ত শুরু করা যায়।

কাজো কেজি কাউন্টির প্রতিনিধিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউপিডিএফের আক্রমণ উভয় পক্ষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।’

প্রতিনিধিরা বলেন, হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ‘ঝোপঝাড়’ জঙ্গল, ধর্মীয় প্রাঙ্গণ ও স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছে’।

দক্ষিণ সুদান স্বাধীনতা লাভের দুই বছরের মধ্যেই ২০১৩ সালে গৃহযুদ্ধ শুরু হলে, উগান্ডা দেশটির প্রেসিডেন্ট সালভা কিরের সমর্থনে সেনা পাঠিয়েছিল।

কিরের ও মাচারের মধ্যে যুদ্ধ পাঁচ বছর স্থায়ী হয়েছিল এবং ২০১৮ সালে ক্ষমতা ভাগাভাগির চুক্তি হওয়ার আগে প্রায় ৪ লাখ লোক নিহত হয়েছিল।

কিরের সাম্প্রতিক পদক্ষেপের ফলে মাচারকে পাশে সরিয়ে রাখার ফলে এই চুক্তি প্রায় চাপা পড়ে গেছে, যা নতুন করে জাতিগত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

উগান্ডার সেনাবাহিনীর বিরুদ্ধে দক্ষিণ সুদানের উত্তর-পূর্বে নুয়ের মিলিশিয়াদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র, বিশেষ করে ব্যারেল বোমা ব্যবহার করার অভিযোগ রয়েছে, যাতে দাহ্য তরল পদার্থ ছিল যা বেসামরিক নাগরিকদের হত্যা করেছিল।উগান্ডা অভিযোগ অস্বীকার করেছে।