দেশের শোবিজ অঙ্গনে ইদানীং প্রচুর অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এসব আয়োজনে দেখা যাচ্ছে তারকাদেরও। তবে কে কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছে তা স্পষ্ট বোঝাও যাচ্ছে না, কেন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে—সেসব নিয়েও রয়েছে বিতর্ক।
ব্যাঙের ছাতার মতো এসব আয়োজনকে এবার প্রশ্নবিদ্ধ করলেন চিত্রনায়ক ওমর সানী।
ফেসবুক হ্যান্ডলে ওমর সানী লিখেছেন, ‘কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন—নিজেকে প্রশ্ন করেছেন?’
ক্ষুব্ধ ওমর সানী লেখেন, ‘একটা ফাইজলামি শুরু হয়েছে। শুধু শোডাউন।’ ওমর সানীর এই পোস্টে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি বর্তমান সময়ের পুরস্কার প্রদানের স্বচ্ছতা ও গুরুত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন।
শুধু বিনোদনমূলক প্রদর্শনী নয়, কিছু কিছু আয়োজন পুরস্কারকে হাস্যকর একটি খেলায় পরিণত করেছে—এমনই ইঙ্গিত ওমর সানীর।
শুধু শিল্পীর উপস্থিতি, লাল গালিচা আর ক্যামেরার ঝলক নয়—পুরস্কারকে মূল্যবান একটি স্বীকৃতি হিসেবে দেখা দরকার বলে মনে করেন তিনি।
ওমর সানী এর আগেও সমসাময়িক নানা বিষয় ও শিল্পীসত্তা নিয়ে খোলামেলা মত দিয়েছেন। এবারের পোস্টেও তার ভঙ্গি ছিল সরাসরি এবং স্পষ্ট।
ওমর সানীর পোস্টে অনেকেই সমর্থন জানাচ্ছেন, কেউ কেউ আবার এর বিপরীতে অবস্থান নিচ্ছেন।
একজন লেখেন, ‘ঠিক কথাই বলেছেন সানী ভাই!’ আবার কারো মন্তব্য, ‘সব সময় নেতিবাচক দেখলে হবে না, ইতিবাচক পরিবর্তন আনতে হবে।


























































