খান তারকায় আচ্ছন্ন সানি লিওন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫১:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সানি লিওন। লাইমলাইট যার থেকে সরে না বললেই চলে। সানির পছন্দ-অপছন্দে সর্বদাই কৌতুহল ভক্তদের। সেই সানিই এক ফিটনেস ষ্টুডিওর উদ্বোধনে এক আজব কথা বললেন।
রইসের হাত ধরে যেখানে লায়লা ঝড়ে কুপোকাত অগণিত হৃদয়, সেখানে লায়লা কুপোকাত খান তারকাদের অভিনয়ে। সানি নিজেই এ কথা জানিয়েছেন। শাহরুখের পাশাপাশি আমির যে তাঁর ভালো বন্ধু সে কথাও নাকি জানিয়েছেন তিনি।

শুধু শাহরুখ এবং আমির নন, সালমানও রয়েছেন এই তালিকায়। তিনি জানান, এই তিন তারকার একটা ছবিও মিস করেন না তিনি। রীতিমতো টিকিট কেটে ছবি দেখে তবেই স্বস্তি মেলে তার।

হাজার হাজার হৃদয় যেখানে সানিতে মজে, সেখানে সানির মন জুড়ে রয়েছেন খান তারকারা। বলিউডের পাশাপাশি সানির হৃদয়েও রয়েছে সালমান-শাহরুখ-আমির!

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খান তারকায় আচ্ছন্ন সানি লিওন !

আপডেট সময় : ১২:৫১:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

সানি লিওন। লাইমলাইট যার থেকে সরে না বললেই চলে। সানির পছন্দ-অপছন্দে সর্বদাই কৌতুহল ভক্তদের। সেই সানিই এক ফিটনেস ষ্টুডিওর উদ্বোধনে এক আজব কথা বললেন।
রইসের হাত ধরে যেখানে লায়লা ঝড়ে কুপোকাত অগণিত হৃদয়, সেখানে লায়লা কুপোকাত খান তারকাদের অভিনয়ে। সানি নিজেই এ কথা জানিয়েছেন। শাহরুখের পাশাপাশি আমির যে তাঁর ভালো বন্ধু সে কথাও নাকি জানিয়েছেন তিনি।

শুধু শাহরুখ এবং আমির নন, সালমানও রয়েছেন এই তালিকায়। তিনি জানান, এই তিন তারকার একটা ছবিও মিস করেন না তিনি। রীতিমতো টিকিট কেটে ছবি দেখে তবেই স্বস্তি মেলে তার।

হাজার হাজার হৃদয় যেখানে সানিতে মজে, সেখানে সানির মন জুড়ে রয়েছেন খান তারকারা। বলিউডের পাশাপাশি সানির হৃদয়েও রয়েছে সালমান-শাহরুখ-আমির!