শিরোনাম :
Logo বউ পেটানোর শীর্ষে বরিশাল Logo পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ইরান Logo প্রচেষ্টা অব্যাহত থাকবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার : তৌহিদ হোসেন Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন Logo গুলি চালাল ইরানের বাহিনী নিজ দেশের নাগরিকদের ওপর Logo খুবিতে এইচআরএসএস এর উদ্যোগে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর আলোচনা সভা Logo ‘নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম মাঠে নামছে’ Logo চসিকের উচ্ছেদ অভিযানে ১২ দোকানির জরিমানা Logo ৬ দিনের চীন সফরে যাচ্ছেন ইবি উপাচার্য Logo খুবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সিনার্জি’ বিষয়ক  জাতীয় সেমিনার অনুষ্ঠিত

এমন ম্যাচও হারে ইংল্যান্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৮:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টানটান উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ভারত। ভারতের জয়ের নায়ক ওপেনার লোকেশ রাহুল ও দুই বোলার যশপ্রীত বুমরাহ ও আশিস নেহেরা।

এদিন প্রথমে ব্যাটিং করে ভারত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করে। প্রথম ম্যাচের মতো এদিনও রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে ব্যর্থ হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আগের ম্যাচের মতোই এদিনও শুরুটা ভাল করেও, বড় রান করার আগেই ফিরে যান তিনি। ১৫ বলে ২১ রান করে আউট হন ভারতের অধিনায়ক। তিন নম্বরে নামা সুরেশ রায়নাও ব্যর্থ হলেন। তিনি মাত্র ৭ রান করে ফেরেন। যুবরাজ সিংহও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি মাত্র ৪ রান করেন। মহেন্দ্র সিংহ ধোনি (৫), হার্দিক পান্ডিয়া (২) রান করতে পারেননি। লড়াই করেন রাহুল (৭১)। তাঁকে কিছুটা সঙ্গ দেন মণীশ পাণ্ডে।

রান তাড়া করতে নেমে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। জো রুট (৩৮), বেন স্টোকস (৩৮) দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। কিন্তু নেহরার ২৮ রানে ৩ উইকেট এবং শেষ ওভারে বুমরাহর অসাধারণে বোলিংয়ে জয় পায় ভারত।

নাটকীয় ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৮ রান। ব্যাটিংয়ে ছিলেন দুই তারকা ইংলিশ ব্যাটসম্যান জো রুট ও জজ বাটলার। দু’জনেরই মারকুটে ব্যাটসম্যান হিসেবে বিশ্ব ক্রিকেটে স্বীকৃত। ২০তম ওভারে বুমরাহর প্রথম বলেই আউট হয়ে যান জো রুট (৩৮)। দ্বিতীয় বলে এক রান করেন মঈন আলি। তৃতীয় বলে রান করতে ব্যর্থ বাটলার(১৫) পরের বলেই আউট হয়ে যান। ব্যাটিংয়ে নামেন অলরাউন্ডার ক্রিস জর্ডান। পঞ্চম বলে এক রান বাই হয়। ফলে জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ৬ রান। কিন্তু কোনো রানই নিতে পারেননি জর্ডান। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান করে ইংল্যান্ড। একই সঙ্গে প্রায় হারা ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে স্বাগতিকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বউ পেটানোর শীর্ষে বরিশাল

এমন ম্যাচও হারে ইংল্যান্ড !

আপডেট সময় : ১১:৩৮:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

টানটান উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ভারত। ভারতের জয়ের নায়ক ওপেনার লোকেশ রাহুল ও দুই বোলার যশপ্রীত বুমরাহ ও আশিস নেহেরা।

এদিন প্রথমে ব্যাটিং করে ভারত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করে। প্রথম ম্যাচের মতো এদিনও রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে ব্যর্থ হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আগের ম্যাচের মতোই এদিনও শুরুটা ভাল করেও, বড় রান করার আগেই ফিরে যান তিনি। ১৫ বলে ২১ রান করে আউট হন ভারতের অধিনায়ক। তিন নম্বরে নামা সুরেশ রায়নাও ব্যর্থ হলেন। তিনি মাত্র ৭ রান করে ফেরেন। যুবরাজ সিংহও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি মাত্র ৪ রান করেন। মহেন্দ্র সিংহ ধোনি (৫), হার্দিক পান্ডিয়া (২) রান করতে পারেননি। লড়াই করেন রাহুল (৭১)। তাঁকে কিছুটা সঙ্গ দেন মণীশ পাণ্ডে।

রান তাড়া করতে নেমে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। জো রুট (৩৮), বেন স্টোকস (৩৮) দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। কিন্তু নেহরার ২৮ রানে ৩ উইকেট এবং শেষ ওভারে বুমরাহর অসাধারণে বোলিংয়ে জয় পায় ভারত।

নাটকীয় ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৮ রান। ব্যাটিংয়ে ছিলেন দুই তারকা ইংলিশ ব্যাটসম্যান জো রুট ও জজ বাটলার। দু’জনেরই মারকুটে ব্যাটসম্যান হিসেবে বিশ্ব ক্রিকেটে স্বীকৃত। ২০তম ওভারে বুমরাহর প্রথম বলেই আউট হয়ে যান জো রুট (৩৮)। দ্বিতীয় বলে এক রান করেন মঈন আলি। তৃতীয় বলে রান করতে ব্যর্থ বাটলার(১৫) পরের বলেই আউট হয়ে যান। ব্যাটিংয়ে নামেন অলরাউন্ডার ক্রিস জর্ডান। পঞ্চম বলে এক রান বাই হয়। ফলে জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ৬ রান। কিন্তু কোনো রানই নিতে পারেননি জর্ডান। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান করে ইংল্যান্ড। একই সঙ্গে প্রায় হারা ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে স্বাগতিকরা।