শিরোনাম :
Logo গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি: প্রেস সচিব Logo মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’র প্রতিনিধি দলের বৈঠক Logo ‘বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার’ Logo সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় : গোলাম পরওয়ার Logo কেএফসিতে ভাঙচুর, পাকিস্তানে ১৭৮ বিক্ষোভকারী গ্রেপ্তার Logo পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত Logo জবির ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচারের দাবি বৈষম্যবিরোধী ও গছাসের Logo ইবিতে ঐক্যমঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা Logo কুড়িগ্রাম থেকে রাবির ছাত্রলীগ নেতা দুর্জয় আটক Logo নাটোরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দারুণ জয়ে শেষ আটে নাদাল-সেরেনা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ান ওপেনে একের পর এক দুর্দান্ত জয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছেন স্পেনের রাফায়েল নাদাল। সর্বশেষ গায়েল মনফিলসকে হারিয়ে ৩০তমবারের মতো আসরটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে সম্ভাবনা জেগেছে ফাইনালে রজার ফেদেরারের সঙ্গে ক্ল্যাসিকাল লড়াইয়ের।

অন্যদিকে মেয়েদের এককে রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরেক ধাপ এগিয়েছেন দ্বিতীয় বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।মেলবোর্নে নবম বাছাই নাদাল চতুর্থ রাউন্ডে দীর্ঘ লড়াই শেষে ফ্রান্সের গায়েল মফিসকে ৬-৩, ৬-৩, ৪-৬ ও ৬-৪ গেমে হারান।

বুধবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিযোগিতাটির ২০০৯ সালের চ্যাম্পিয়ন নাদাল খেলবেন মিলোস রায়োনিচের সঙ্গে। তৃতীয় বাছাই কানাডার এই খেলোয়াড় স্পেনের রবের্তো বাউতিস্তা আগুতকে ৭-৬, ৩-৬, ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন।

দিনের প্রথম ম্যাচের প্রথম সেটে আশানুরূপ ভালো করতে পারেননি সেরেনা। তবে চেক প্রজাতন্ত্রের বারবোরা ত্রিকসোভার বিপক্ষে ৭-৫ ও ৬-৪ গেমে জিতেছেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা।

৩৫ বছর বয়সী সেরেনা শেষ আটে মুখোমুখি হবেন ব্রিটেনের জোহানা কোন্টার সঙ্গে। চতুর্থ রাউন্ডে তিনি ৬-১ ও ৬-৪ গেমে রাশিয়ার ইকাতেরিনা মাকারাভাকে হারান।এছাড়া জিতেছেন চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা ও ক্রোয়েশিয়ার মারিজানা লুচিচ-বারোনি।

এদিকে নাদাল এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা একবারই জিতেছেন। ২০০৯ সালে সেবার ট্রফিটি জিতে পরের বছর ক্যারিয়ার স্ল্যাম পূর্ণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি: প্রেস সচিব

দারুণ জয়ে শেষ আটে নাদাল-সেরেনা !

আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ান ওপেনে একের পর এক দুর্দান্ত জয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছেন স্পেনের রাফায়েল নাদাল। সর্বশেষ গায়েল মনফিলসকে হারিয়ে ৩০তমবারের মতো আসরটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে সম্ভাবনা জেগেছে ফাইনালে রজার ফেদেরারের সঙ্গে ক্ল্যাসিকাল লড়াইয়ের।

অন্যদিকে মেয়েদের এককে রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরেক ধাপ এগিয়েছেন দ্বিতীয় বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।মেলবোর্নে নবম বাছাই নাদাল চতুর্থ রাউন্ডে দীর্ঘ লড়াই শেষে ফ্রান্সের গায়েল মফিসকে ৬-৩, ৬-৩, ৪-৬ ও ৬-৪ গেমে হারান।

বুধবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিযোগিতাটির ২০০৯ সালের চ্যাম্পিয়ন নাদাল খেলবেন মিলোস রায়োনিচের সঙ্গে। তৃতীয় বাছাই কানাডার এই খেলোয়াড় স্পেনের রবের্তো বাউতিস্তা আগুতকে ৭-৬, ৩-৬, ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন।

দিনের প্রথম ম্যাচের প্রথম সেটে আশানুরূপ ভালো করতে পারেননি সেরেনা। তবে চেক প্রজাতন্ত্রের বারবোরা ত্রিকসোভার বিপক্ষে ৭-৫ ও ৬-৪ গেমে জিতেছেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা।

৩৫ বছর বয়সী সেরেনা শেষ আটে মুখোমুখি হবেন ব্রিটেনের জোহানা কোন্টার সঙ্গে। চতুর্থ রাউন্ডে তিনি ৬-১ ও ৬-৪ গেমে রাশিয়ার ইকাতেরিনা মাকারাভাকে হারান।এছাড়া জিতেছেন চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা ও ক্রোয়েশিয়ার মারিজানা লুচিচ-বারোনি।

এদিকে নাদাল এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা একবারই জিতেছেন। ২০০৯ সালে সেবার ট্রফিটি জিতে পরের বছর ক্যারিয়ার স্ল্যাম পূর্ণ করেন।