শিরোনাম :
Logo অবরুদ্ধ গাজায় একদিনেই নিহত ১০৬ ফিলিস্তিনি Logo ভারতের কাছে পাইলট আটকের প্রমাণ চাইলো পাকিস্তান Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, বললেন আসিফ মাহমুদ Logo খুবি উপাচার্যের এবং বিএনসিসি খুলনা ফ্লোটিলা কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ  Logo গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে প্রস্তুত ইবি Logo ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির Logo জবিতে আবাসন ভাতা ও জকসু নির্বাচনের দাবিতে গণভোট কর্মসূচি Logo রাবি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতসহ ৫ দাবিতে স্মারকলিপি প্রদান সোচ্চারের Logo ইউজিসির বাজেট বৈষম্যের অভিযোগ:জবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কচুয়ায় একই পরিবারের ৮জন প্রতিবন্ধীর মানবেতর জীবন, চান সহযোগিতা

আব্বাসসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য ১ ফেব্রুয়ারি!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৯:২২ অপরাহ্ণ, রবিবার, ১ জানুয়ারি ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রাক্তন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির নামে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় রোববার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে জানিয়ে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন।ঢাকার চার নম্বর বিশেষ জজ আমিনুল ইসলাম শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য ১ ফেব্রুয়ারি ধার্য করেন। তবে এদিন আদালতে হাজির ছিলেন মির্জা আব্বাস।

মামলার অপর ২ আসামি হলেন, প্রাক্তন প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার।গত ২০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এর আগে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগে বলা হয়, গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেয়। যাতে সরকারের ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি মাত্র ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করে আসামিরা আত্মসাৎ করেন। ওই অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।

ট্যাগস :

অবরুদ্ধ গাজায় একদিনেই নিহত ১০৬ ফিলিস্তিনি

আব্বাসসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য ১ ফেব্রুয়ারি!

আপডেট সময় : ০৫:২৯:২২ অপরাহ্ণ, রবিবার, ১ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

প্রাক্তন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির নামে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় রোববার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে জানিয়ে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন।ঢাকার চার নম্বর বিশেষ জজ আমিনুল ইসলাম শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য ১ ফেব্রুয়ারি ধার্য করেন। তবে এদিন আদালতে হাজির ছিলেন মির্জা আব্বাস।

মামলার অপর ২ আসামি হলেন, প্রাক্তন প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার।গত ২০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এর আগে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগে বলা হয়, গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেয়। যাতে সরকারের ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি মাত্র ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করে আসামিরা আত্মসাৎ করেন। ওই অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।