এমএসআই ব্র্যান্ডের বাজেটবান্ধব মাদারবোর্ড ‘বি-১৫০এম বাজুকা প্লাস’।

  • আপডেট সময় : ১২:৪৭:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: দেশের বাজারে এসেছে এমএসআই ব্র্যান্ডের বাজেটবান্ধব মাদারবোর্ড ‘বি-১৫০এম বাজুকা প্লাস’।

মিলিটারি ক্লাস ৪ এর এই মাদারবোর্ডটি সমর্থন করে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর। এতে ব্যবহার করা যায় ডিডিআর-৪ র‌্যাম। এম২ শ্লট থাকায় মিলবে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা।

মাদারবোর্ডটিতে রয়েছে এইচডিএমআই, ডিভিআই এবং এ-এটিএক্স বোর্ড। বোর্ডে হিট সিংক থাকায় গেমিংয়ে শত্রু ঘায়েলের চরম মুহূর্তেও মার্দারবোর্ডটির কার্যক্ষমতা থাকে অবিচল।

 

স্টিল আর্মর সুরক্ষিত ‘বি-১৫০এম বাজুকা প্লাস’ মাদারবোর্ডের অভ্যন্তরে ব্যবহৃত এলইডি বাতি পিসির আউটলুকে দেবে নান্দিকতার ছোঁয়া। আর এক ক্লিকেই গেম চালনার জন্য এতে রয়েছে গেমিং হট কি। মাদারবোর্ডটি দাম ৮ হাজার ৫০০ টাকা। এটি বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ইবিতে আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

এমএসআই ব্র্যান্ডের বাজেটবান্ধব মাদারবোর্ড ‘বি-১৫০এম বাজুকা প্লাস’।

আপডেট সময় : ১২:৪৭:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক: দেশের বাজারে এসেছে এমএসআই ব্র্যান্ডের বাজেটবান্ধব মাদারবোর্ড ‘বি-১৫০এম বাজুকা প্লাস’।

মিলিটারি ক্লাস ৪ এর এই মাদারবোর্ডটি সমর্থন করে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর। এতে ব্যবহার করা যায় ডিডিআর-৪ র‌্যাম। এম২ শ্লট থাকায় মিলবে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা।

মাদারবোর্ডটিতে রয়েছে এইচডিএমআই, ডিভিআই এবং এ-এটিএক্স বোর্ড। বোর্ডে হিট সিংক থাকায় গেমিংয়ে শত্রু ঘায়েলের চরম মুহূর্তেও মার্দারবোর্ডটির কার্যক্ষমতা থাকে অবিচল।

 

স্টিল আর্মর সুরক্ষিত ‘বি-১৫০এম বাজুকা প্লাস’ মাদারবোর্ডের অভ্যন্তরে ব্যবহৃত এলইডি বাতি পিসির আউটলুকে দেবে নান্দিকতার ছোঁয়া। আর এক ক্লিকেই গেম চালনার জন্য এতে রয়েছে গেমিং হট কি। মাদারবোর্ডটি দাম ৮ হাজার ৫০০ টাকা। এটি বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।