শিরোনাম :
Logo ইবিতে শুরু হয়েছে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা Logo অবরুদ্ধ গাজায় একদিনেই নিহত ১০৬ ফিলিস্তিনি Logo ভারতের কাছে পাইলট আটকের প্রমাণ চাইলো পাকিস্তান Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, বললেন আসিফ মাহমুদ Logo খুবি উপাচার্যের এবং বিএনসিসি খুলনা ফ্লোটিলা কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ  Logo গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে প্রস্তুত ইবি Logo ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির Logo জবিতে আবাসন ভাতা ও জকসু নির্বাচনের দাবিতে গণভোট কর্মসূচি Logo রাবি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতসহ ৫ দাবিতে স্মারকলিপি প্রদান সোচ্চারের Logo ইউজিসির বাজেট বৈষম্যের অভিযোগ:জবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্বের ১০ অদ্ভুত সিঁড়ি!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সারা বিশ্বে ছড়িয়ে আছে নানান অদ্ভুত স্থাপত্য। তবে তার মধ্যে আলাদা করে সিঁড়ির বিষয়টি হয়তো কেউ ভাববেন না। তবে মজার ব্যাপার হলো এমন কিছু সিঁড়ি আছে, যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নিজের অজান্তেই হয়তো বলে উঠবেন- এমন সিঁড়িও হয়!

সালভাদর দালিফিলাডেলফিয়া মিউজিয়াম অফ আর্ট-এ ওঠার সিঁড়িতে রয়েছে বিখ্যাত চিত্রকর সালভাদর দালির প্রতিকৃতি। ২০০৫ সালে একটি প্রদর্শনীর সময়ে এটি নির্মাণ করা হয়।

ওয়াক্সাকা দে জুয়ারেজমেক্সিকোর ওয়াক্সাকা দে জুয়ারেজ এ অবস্থিত এই সিঁড়ি।

আঙ্কোর ভাট কম্বোডিয়ায় অবস্থিত আঙ্কোর ভাট মন্দিরে রয়েছে এমন সিঁড়ি রয়েছে, যেখানে উঠতে হলে রীতিমতো হামাগুড়ি দিতে হয়।

মাউন্ট হুয়া শানমধ্য চীনের সাংসি তে অবস্থিত এই মাউন্ট হুয়া শান। এই সিঁড়িটি প্রায় ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত।

কুইন্টা দা লেগাতেইরাপর্তুগালে অবস্থিত কুইন্টা দা লেগাতেইরা-তে রয়েছে একজোড়া কুয়া, যা মাটির অনেক গভীরে অবস্থিত। যদিও এই কুয়া কখনো ব্যবহার করা হত না। আজ এটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় জায়গা।

পেরুতে বিপুল জায়গা জুড়ে বিস্তৃত এই সিঁড়ি পেরুতে অবস্থিত। এই সিঁড়িটি অনেকটাই প্রাচীন গ্রীক অ্যম্ফিথিয়েটারের মতো দেখতে। সিঁড়িটি গোলাকৃতি।

রাজস্থানের বাউড়িরভারতের অন্যতম প্রাচীন দর্শনীয় স্থান হলো রাজস্থানের বাউড়ির এই সিঁড়ি। এই সিঁড়ির নকশা রাজস্থানের নিজস্ব জ্যমিতিক শিল্প।

ট্রাভেরসিনেরটবেলসুইজারল্যান্ডের ট্রাভেরসিনেরটবেল-এ অবস্থিত এই সিঁড়িটির বৈশিষ্ট্য হলো এই সিঁড়িটিই একটি ব্রিজ। এর দৈর্ঘ্য ২২ মিটার।

লেল্লো বুকশপপর্তুগালের লেল্লো বুকশপ-এ যে সিঁড়িটি রয়েছে, তা দেখে মনে হবে যেন দুটি জলের ধারা একত্রে মিলিত হচ্ছে, এমনই কার্ভ রয়েছে এই সিঁড়ির নকশায়।

১৬ অ্যাভিনিউ টাইলড স্টেপমনে করা হয়, সান ফ্রান্সিসকোর ১৬ অ্যাভিনিউ টাইলড স্টেপ হলো বিশ্বের সবথেকে বড় মোজেইক করা সিঁড়ি।

ট্যাগস :

ইবিতে শুরু হয়েছে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা

বিশ্বের ১০ অদ্ভুত সিঁড়ি!

আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

সারা বিশ্বে ছড়িয়ে আছে নানান অদ্ভুত স্থাপত্য। তবে তার মধ্যে আলাদা করে সিঁড়ির বিষয়টি হয়তো কেউ ভাববেন না। তবে মজার ব্যাপার হলো এমন কিছু সিঁড়ি আছে, যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নিজের অজান্তেই হয়তো বলে উঠবেন- এমন সিঁড়িও হয়!

সালভাদর দালিফিলাডেলফিয়া মিউজিয়াম অফ আর্ট-এ ওঠার সিঁড়িতে রয়েছে বিখ্যাত চিত্রকর সালভাদর দালির প্রতিকৃতি। ২০০৫ সালে একটি প্রদর্শনীর সময়ে এটি নির্মাণ করা হয়।

ওয়াক্সাকা দে জুয়ারেজমেক্সিকোর ওয়াক্সাকা দে জুয়ারেজ এ অবস্থিত এই সিঁড়ি।

আঙ্কোর ভাট কম্বোডিয়ায় অবস্থিত আঙ্কোর ভাট মন্দিরে রয়েছে এমন সিঁড়ি রয়েছে, যেখানে উঠতে হলে রীতিমতো হামাগুড়ি দিতে হয়।

মাউন্ট হুয়া শানমধ্য চীনের সাংসি তে অবস্থিত এই মাউন্ট হুয়া শান। এই সিঁড়িটি প্রায় ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত।

কুইন্টা দা লেগাতেইরাপর্তুগালে অবস্থিত কুইন্টা দা লেগাতেইরা-তে রয়েছে একজোড়া কুয়া, যা মাটির অনেক গভীরে অবস্থিত। যদিও এই কুয়া কখনো ব্যবহার করা হত না। আজ এটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় জায়গা।

পেরুতে বিপুল জায়গা জুড়ে বিস্তৃত এই সিঁড়ি পেরুতে অবস্থিত। এই সিঁড়িটি অনেকটাই প্রাচীন গ্রীক অ্যম্ফিথিয়েটারের মতো দেখতে। সিঁড়িটি গোলাকৃতি।

রাজস্থানের বাউড়িরভারতের অন্যতম প্রাচীন দর্শনীয় স্থান হলো রাজস্থানের বাউড়ির এই সিঁড়ি। এই সিঁড়ির নকশা রাজস্থানের নিজস্ব জ্যমিতিক শিল্প।

ট্রাভেরসিনেরটবেলসুইজারল্যান্ডের ট্রাভেরসিনেরটবেল-এ অবস্থিত এই সিঁড়িটির বৈশিষ্ট্য হলো এই সিঁড়িটিই একটি ব্রিজ। এর দৈর্ঘ্য ২২ মিটার।

লেল্লো বুকশপপর্তুগালের লেল্লো বুকশপ-এ যে সিঁড়িটি রয়েছে, তা দেখে মনে হবে যেন দুটি জলের ধারা একত্রে মিলিত হচ্ছে, এমনই কার্ভ রয়েছে এই সিঁড়ির নকশায়।

১৬ অ্যাভিনিউ টাইলড স্টেপমনে করা হয়, সান ফ্রান্সিসকোর ১৬ অ্যাভিনিউ টাইলড স্টেপ হলো বিশ্বের সবথেকে বড় মোজেইক করা সিঁড়ি।