শিরোনাম :
Logo জুলাই শহীদদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল Logo তুর্কেমেনিস্তানকে হারিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় বাংলাদেশ Logo আফগান সীমান্তে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর Logo ইসরাইলি হামলায় ১৫ জন নিহত: সিভিল ডিফেন্স Logo ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা Logo মাগুরায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান জোরদারের ওপর সেমিনার Logo নিউজের জন্য কমেন্ট নিতে গেলে বলেন ‘লিখিত দাও’, ফোন দিলে ধরেন পিএস,’জবি রেজিস্ট্রার’ Logo কচুয়ায় পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রদের করুন মৃত্যু Logo রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন নেতৃত্বে আবুল হাসান ও হাফিজুর Logo বউ পেটানোর শীর্ষে বরিশাল

রোনালদোর ক্যারিয়ারে সেরা বছর!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৮:৫১ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শীর্ষ পর্যায়ে ক্লাব ফুটবল শুরু করেছেন ২০০২ সাল থেকে। স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ২০০৯ সাল থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। শীর্ষ পর্যায়ের ফুটবল মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর কেটে গেলো ১৪ বছর। এরমধ্যে জিতেছেন অনেক শিরোপা। কিন্তু ২০১৬ সালটিকে তিনি ক্যারিয়ারের সেরা বললেন। সমালোচকরাও হয়তো তেমনই বলবেন। ২০১৬ সালে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, ইউয়েফা সুপার কাপের শিরোপা। নিজ দেশ পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো কাপের শিরোপা এনে দিয়েছেন। আর সর্বশেষ রিয়ালকে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা এনে দিলেন রোনালদো। ফাইনালে জাপানের কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। এতে তিন বছরের মধ্যে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন রোনালদো। গত মৌসুমে দুর্দান্ত নৈপুণ্য দেখানোয় এবার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর জয়ের এক সপ্তাহের মধ্যেই ঘটলো এই ঘটনা। ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের দৌড়েও এগিয়ে আছেন রিয়ালের এ পর্তুগিজ উইঙ্গার। এত সব প্রাপ্তির পর ২০১৬ সালটিকেই ক্যারিয়ার সেরা বছর বললেন রোনালদো। ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের পর তিনি বলেন, ‘এটা আমার স্বপ্নের বছর। সত্যিই অসাধারণ। দারুণ কিছু মুহূর্ত কাটানো একটি সপ্তাহ গেলো। ব্যালন ডি’অর জয়ের পর ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। এই শিরোপা দিয়ে সত্যিই দারুণ একটি বছর শেষ করছি। সম্ভবত ক্যারিয়ারের সেরা বছর কাটাচ্ছি।’ ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা নিয়ে রোনালদো বলেন, ‘বছরটা এত দারুণভাবে শেষ হবে তা আমি ভাবিনি। ফাইনালে হ্যাটট্রিক করা এবং রিয়ালের হয়ে শিরোপা জেতাটা সত্যিই দারুণ। আমি আবারো আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। কারণ, তাদের সহযোগিতা ছাড়া এত ব্যক্তিগত পুরস্কার জেতা সম্ভব হতো না। দল এবং ব্যক্তিগতভাবে আমার জন্য এ বছরটি ভুলবার নয়। আমরা চ্যাম্পিয়ন্স লীগ, ইউয়েফা সুপার ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছি। আর পর্তুগালের সঙ্গে হয়ে আমি জিতেছি ইউরো কাপের শিরোপা। বছরটি এভাবে শেষ করতে পেরে অনেক খুশি।’ সমালোচকদের জবাবও দিলেন রোনালদো। বলেন, ‘ক্রিস্টিয়ানো থেকে সবাই আরো অনেক বেশি প্রত্যাশা করে। আমি সবসময় আমার সেরাটা দেয়ার চেষ্টা করি। আমি এরচেয়ে ভাল করতে পারি না কারণ, আমি এরচেয়ে ভাল করতে অক্ষম। লোকে অনেক সময় আমাকে নিয়ে অনেক কথা বলে। আমি এতে অভ্যস্ত। মাঠে আমি আমার নৈপুণ্য দেখাই। গত ১০ বছর ধরে নিজের সাধ্যমতো খেলায় উন্নতি করার চেষ্টা করছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল

রোনালদোর ক্যারিয়ারে সেরা বছর!

আপডেট সময় : ০৫:৪৮:৫১ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

শীর্ষ পর্যায়ে ক্লাব ফুটবল শুরু করেছেন ২০০২ সাল থেকে। স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ২০০৯ সাল থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। শীর্ষ পর্যায়ের ফুটবল মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর কেটে গেলো ১৪ বছর। এরমধ্যে জিতেছেন অনেক শিরোপা। কিন্তু ২০১৬ সালটিকে তিনি ক্যারিয়ারের সেরা বললেন। সমালোচকরাও হয়তো তেমনই বলবেন। ২০১৬ সালে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, ইউয়েফা সুপার কাপের শিরোপা। নিজ দেশ পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো কাপের শিরোপা এনে দিয়েছেন। আর সর্বশেষ রিয়ালকে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা এনে দিলেন রোনালদো। ফাইনালে জাপানের কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। এতে তিন বছরের মধ্যে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন রোনালদো। গত মৌসুমে দুর্দান্ত নৈপুণ্য দেখানোয় এবার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর জয়ের এক সপ্তাহের মধ্যেই ঘটলো এই ঘটনা। ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের দৌড়েও এগিয়ে আছেন রিয়ালের এ পর্তুগিজ উইঙ্গার। এত সব প্রাপ্তির পর ২০১৬ সালটিকেই ক্যারিয়ার সেরা বছর বললেন রোনালদো। ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের পর তিনি বলেন, ‘এটা আমার স্বপ্নের বছর। সত্যিই অসাধারণ। দারুণ কিছু মুহূর্ত কাটানো একটি সপ্তাহ গেলো। ব্যালন ডি’অর জয়ের পর ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। এই শিরোপা দিয়ে সত্যিই দারুণ একটি বছর শেষ করছি। সম্ভবত ক্যারিয়ারের সেরা বছর কাটাচ্ছি।’ ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা নিয়ে রোনালদো বলেন, ‘বছরটা এত দারুণভাবে শেষ হবে তা আমি ভাবিনি। ফাইনালে হ্যাটট্রিক করা এবং রিয়ালের হয়ে শিরোপা জেতাটা সত্যিই দারুণ। আমি আবারো আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। কারণ, তাদের সহযোগিতা ছাড়া এত ব্যক্তিগত পুরস্কার জেতা সম্ভব হতো না। দল এবং ব্যক্তিগতভাবে আমার জন্য এ বছরটি ভুলবার নয়। আমরা চ্যাম্পিয়ন্স লীগ, ইউয়েফা সুপার ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছি। আর পর্তুগালের সঙ্গে হয়ে আমি জিতেছি ইউরো কাপের শিরোপা। বছরটি এভাবে শেষ করতে পেরে অনেক খুশি।’ সমালোচকদের জবাবও দিলেন রোনালদো। বলেন, ‘ক্রিস্টিয়ানো থেকে সবাই আরো অনেক বেশি প্রত্যাশা করে। আমি সবসময় আমার সেরাটা দেয়ার চেষ্টা করি। আমি এরচেয়ে ভাল করতে পারি না কারণ, আমি এরচেয়ে ভাল করতে অক্ষম। লোকে অনেক সময় আমাকে নিয়ে অনেক কথা বলে। আমি এতে অভ্যস্ত। মাঠে আমি আমার নৈপুণ্য দেখাই। গত ১০ বছর ধরে নিজের সাধ্যমতো খেলায় উন্নতি করার চেষ্টা করছি।’