শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

বিশ্বব্যাপী দূতাবাস বন্ধের ঘোষণা দিলো ইসরায়েল

ইরানে গত রাতের হামলার পর ইসরায়েল বিশ্বজুড়ে তাদের সব দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। একইসঙ্গে, ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং জনসমাগম এলাকায় কোনও ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের দূতাবাসগুলোর ওয়েবসাইটে পোস্ট করা বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েল তাদের বৈদেশিক সব মিশন সাময়িকভাবে বন্ধ করছে এবং কনস্যুলার সেবাও আপাতত দেওয়া হবে না। ইসরায়েলি নাগরিকদের সম্ভাব্য বৈরি কার্যকলাপের মুখোমুখি হলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে জার্মানি ইসরায়েলি বিভিন্ন স্থান এবং ইহুদিদের সুরক্ষা জোরদার করছে। সুইডেনের স্টকহোমেও গ্রেট সিনাগগের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন।

উল্লেখ্য, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ইসরায়েল শুক্রবার ভোরে ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং সামরিক বাহিনীর কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলা চালায়। এই হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের প্রধান হোসেইন সালামিসহ একজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং দুজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইরান এই হামলার “তিক্ত ও বেদনাদায়ক” পাল্টা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই পাল্টা হামলার আশঙ্কাতেই ইসরায়েল বিশ্বজুড়ে এই পূর্বসতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বিশ্বব্যাপী দূতাবাস বন্ধের ঘোষণা দিলো ইসরায়েল

আপডেট সময় : ০৮:২৬:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫

ইরানে গত রাতের হামলার পর ইসরায়েল বিশ্বজুড়ে তাদের সব দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। একইসঙ্গে, ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং জনসমাগম এলাকায় কোনও ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের দূতাবাসগুলোর ওয়েবসাইটে পোস্ট করা বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েল তাদের বৈদেশিক সব মিশন সাময়িকভাবে বন্ধ করছে এবং কনস্যুলার সেবাও আপাতত দেওয়া হবে না। ইসরায়েলি নাগরিকদের সম্ভাব্য বৈরি কার্যকলাপের মুখোমুখি হলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে জার্মানি ইসরায়েলি বিভিন্ন স্থান এবং ইহুদিদের সুরক্ষা জোরদার করছে। সুইডেনের স্টকহোমেও গ্রেট সিনাগগের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন।

উল্লেখ্য, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ইসরায়েল শুক্রবার ভোরে ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং সামরিক বাহিনীর কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলা চালায়। এই হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের প্রধান হোসেইন সালামিসহ একজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং দুজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইরান এই হামলার “তিক্ত ও বেদনাদায়ক” পাল্টা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই পাল্টা হামলার আশঙ্কাতেই ইসরায়েল বিশ্বজুড়ে এই পূর্বসতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।