শিরোনাম :
Logo বিপিএলে অংশ নিতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’ Logo শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ Logo নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ৭ জুলাই হোয়াইট হাউসে যাবেন নেতানিয়াহু Logo ইরাক বিমানবন্দরে রকেট হামলায় আহত ২ Logo চাল রপ্তানি নিয়ে জাপানকে শুল্ক হুমকি দিলেন ট্রাম্প Logo ইসরাইলের কাছে ৫১ কোটি ডলারের বোম্ব গাইডেন্স কিট বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র Logo গ্রীষ্মেই শুরু হচ্ছে মহাকাশে হাঁটার সুযোগ নেটফ্লিক্সে এবার মহাকাশ! Logo ছাত্রদল ও জাসাসের নেতৃবৃন্দের সহযোগীতায় শিশু ধর্ষক আটক : থানায় মামলা দায়ের Logo পলাশবাড়ী হাসপাতালের নার্সদের কাছে দুঃখ ও ক্ষমা প্রার্থনা হামলাকারীর।

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে ভারতীয় নাগরিক

চুয়াডাঙ্গায় ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন অভয় চরণ রাউত (৫০) নামের এক ভারতীয় নাগরিক।

রবিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অভয় চরণ রাউত ভারতীয় নাগরিক এবং বর্তমানে বাংলাদেশে কর্মরত আছেন। তিনি এ সি আই গোদরেজ কোম্পানিতে প্রজেক্ট হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। সীমান্ত এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় থেকে খুলনাগামী ট্রেনে যাত্রী ছিলেন তিনি। চুয়াডাঙ্গায় অবস্থানরত জামান গ্রুপের একটি প্রজেক্ট পরিদর্শনে আসার কথা ছিল তার। পথে ট্রেনের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চেতনা হারিয়ে ফেলেন। অচেতন অবস্থায় দর্শনা হল্ট স্টেশনে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দর্শনা রেলওয়ে পুলিশকে খবর দেন।

পরে সকাল ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন জুই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে জামান গ্রুপের প্রতিনিধি আসাদুজ্জামান হাসপাতালে ছুটে যান এবং তার দেখভাল করছেন।

সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে অবস্থানরত তার আত্মীয়স্বজন হাসপাতালে পৌঁছেছেন এবং তার পাশে রয়েছেন।

এ সি আই গোদরেজ কোম্পানিকেও বিষয়টি জানানো হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকেও প্রতিনিধি দল চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

তবে এখনও পর্যন্ত অভয় চরণ সম্পূর্ণভাবে সজ্ঞান না হওয়ায় তার কাছ থেকে কোনো মালামাল খোয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিপিএলে অংশ নিতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে ভারতীয় নাগরিক

আপডেট সময় : ০৪:২৭:৪৮ অপরাহ্ণ, রবিবার, ১ জুন ২০২৫

চুয়াডাঙ্গায় ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন অভয় চরণ রাউত (৫০) নামের এক ভারতীয় নাগরিক।

রবিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অভয় চরণ রাউত ভারতীয় নাগরিক এবং বর্তমানে বাংলাদেশে কর্মরত আছেন। তিনি এ সি আই গোদরেজ কোম্পানিতে প্রজেক্ট হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। সীমান্ত এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় থেকে খুলনাগামী ট্রেনে যাত্রী ছিলেন তিনি। চুয়াডাঙ্গায় অবস্থানরত জামান গ্রুপের একটি প্রজেক্ট পরিদর্শনে আসার কথা ছিল তার। পথে ট্রেনের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চেতনা হারিয়ে ফেলেন। অচেতন অবস্থায় দর্শনা হল্ট স্টেশনে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দর্শনা রেলওয়ে পুলিশকে খবর দেন।

পরে সকাল ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন জুই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে জামান গ্রুপের প্রতিনিধি আসাদুজ্জামান হাসপাতালে ছুটে যান এবং তার দেখভাল করছেন।

সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে অবস্থানরত তার আত্মীয়স্বজন হাসপাতালে পৌঁছেছেন এবং তার পাশে রয়েছেন।

এ সি আই গোদরেজ কোম্পানিকেও বিষয়টি জানানো হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকেও প্রতিনিধি দল চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

তবে এখনও পর্যন্ত অভয় চরণ সম্পূর্ণভাবে সজ্ঞান না হওয়ায় তার কাছ থেকে কোনো মালামাল খোয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।