পঞ্চগড়ে করোতোয়া নদীর পাড়ে মিলল এক ব্যক্তির মরদেহ, পারিবারিক কলহে আত্মহত্যার আশঙ্কা

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর পাড় থেকে বাদশা মিয়া (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার আরাজী শিকারপুর বামনডুবি এলাকার ফারুকের ছেলে।

রবিবার (২৫ মে) সকালে মাড়েয়া কাটাবাড়ি এলাকার নদীর পাড়ে গরু চরাতে গিয়ে প্রথমে লাশ দেখতে পান নিহতের মামা লুৎফর রহমান। আর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি সনাক্ত করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বাদশা ঢাকায় থাকতেন এবং সেখানেই তার প্রথম স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। তবে তার দ্বিতীয় স্ত্রী ছিলেন গ্রামের বাড়িতে। তাদের ভিতর পারিবারিক কলহ ছিল দীর্ঘদিনের। ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোন এক সময় তিনি বাড়িতে ফিরে আসেন এবং ওই দ্বন্দ্ব থেকেই এই ঘটনা ঘটতে পারে।

স্থানীয় ইউপি সদস্য মনসুর আলী জানান, মরদেহের পাশে একটি ব্যাক, মিষ্টি, পাউরুটি, এবং বিষের বোতল পাওয়া গেছে। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ৯৯৯ এ কলপে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরত হাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই সাথে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে করোতোয়া নদীর পাড়ে মিলল এক ব্যক্তির মরদেহ, পারিবারিক কলহে আত্মহত্যার আশঙ্কা

আপডেট সময় : ০৪:৫১:১৫ অপরাহ্ণ, রবিবার, ২৫ মে ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর পাড় থেকে বাদশা মিয়া (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার আরাজী শিকারপুর বামনডুবি এলাকার ফারুকের ছেলে।

রবিবার (২৫ মে) সকালে মাড়েয়া কাটাবাড়ি এলাকার নদীর পাড়ে গরু চরাতে গিয়ে প্রথমে লাশ দেখতে পান নিহতের মামা লুৎফর রহমান। আর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি সনাক্ত করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বাদশা ঢাকায় থাকতেন এবং সেখানেই তার প্রথম স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। তবে তার দ্বিতীয় স্ত্রী ছিলেন গ্রামের বাড়িতে। তাদের ভিতর পারিবারিক কলহ ছিল দীর্ঘদিনের। ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোন এক সময় তিনি বাড়িতে ফিরে আসেন এবং ওই দ্বন্দ্ব থেকেই এই ঘটনা ঘটতে পারে।

স্থানীয় ইউপি সদস্য মনসুর আলী জানান, মরদেহের পাশে একটি ব্যাক, মিষ্টি, পাউরুটি, এবং বিষের বোতল পাওয়া গেছে। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ৯৯৯ এ কলপে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরত হাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই সাথে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।