বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গাছ থেকে পড়ে রাকিবুল ইসলাম (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আটজুড়ী ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের মহিদুল কাজীর ছেলে এবং কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একই গ্রামের আলী উকিলের বাড়ির ভাড়াটিয়া মাহাবুবের আমগাছে আম পাড়তে ওঠে রাকিবুল। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।