শিরোনাম :
Logo ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা Logo পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা Logo প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক Logo ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী Logo ইবি ক্যাম্পাসে তালিকাভুক্ত নয় এমন  সংগঠনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা Logo সুন্দরবনের বিনা পাশে প্রবেশ করায় তিন জেলা কটক  Logo খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, তা জনগণই ঠিক করবে: মির্জা ফখরুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৯:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ৭২৬ বার পড়া হয়েছে

‘দেশে আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি’—এই অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি। এই কথাটি সঠিক না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল। তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কি না, তা জনগণ ঠিক করবে। তবে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে।’

বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য,  ‘দেশে আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি’-এমন অভিযোগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা। এ নিয়ে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন।

ওই অনুষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই–সংগ্রাম করেছেন। বিগত সরকার মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করে। ছোট্ট একটি স্যাঁতসেঁতে কক্ষে আটকে রাখা হয়েছিল। তিনি অসুস্থ। তাঁকে শিগগির চিকিৎসার জন্য বিলাতে পাঠানো হবে। আজ বেগম জিয়ার ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে আপনাদের এলাকায় এসেছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, অধ্যাপক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, সাবেক নারী সংসদ সদস্য রাহেনা আক্তার। এতে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা

আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, তা জনগণই ঠিক করবে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:৩৯:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

‘দেশে আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি’—এই অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি। এই কথাটি সঠিক না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল। তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কি না, তা জনগণ ঠিক করবে। তবে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে।’

বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য,  ‘দেশে আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি’-এমন অভিযোগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা। এ নিয়ে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন।

ওই অনুষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই–সংগ্রাম করেছেন। বিগত সরকার মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করে। ছোট্ট একটি স্যাঁতসেঁতে কক্ষে আটকে রাখা হয়েছিল। তিনি অসুস্থ। তাঁকে শিগগির চিকিৎসার জন্য বিলাতে পাঠানো হবে। আজ বেগম জিয়ার ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে আপনাদের এলাকায় এসেছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, অধ্যাপক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, সাবেক নারী সংসদ সদস্য রাহেনা আক্তার। এতে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।