আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশের ছেলে এবং মেয়েদের দল। গতকাল শুক্রবার এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশের ছেলেরা। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের অনবদ্য হ্যাটট্রিকে লাল–সবুজ দল ৭–০ গোলে বিধ্বস্ত করেছে ম্যাকাওকে। ফয়সাল একাই করেছেন চার গোল। এ ছাড়া মানিক জোড়া গোল এবং আরেকটি গোল করেন রিফাত। সিনিয়র ফুটবল দলের মতো জুনিয়র পর্যায়েও ম্যাকাও দুর্বল দল। কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়ে খেলতে থাকে বাংলাদেশ।
বলতে গেলে প্রতিপক্ষকে চেপে ধরে একের পর এক গোল আদায় করে নিয়েছে বাংলাদেশ। কোচ সাইফুল বারী টিটুর দলের আগ্রাসী খেলার বিরুদ্ধে ম্যাকাও কোনও প্রতিরোধই করতে পারেনি। যদিও বাংলাদেশের প্রথম গোল পেতে অনেক সময় লেগে যায়। ম্যাচের ৩৯ মিনিটে উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে ডান পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন ফয়সাল। এরপর ফয়সাল আরও সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোল করতে পারেননি। বিরতির পর বাংলাদেশের আক্রমণে সাফল্যের ফুলঝুরি। গোল এসেছে ৬টি। ৬৫ মিনিটে আরহাম ইসলাম বক্সে ঢুকে গোলকিপারের বরাবর শট নিয়ে হতাশ করেন। একটু পরই মধ্যমাঠ থেকে থ্রু পেয়ে বদলি মোহাম্মদ মানিক বক্সের প্রান্ত থেকে গোলবার ছেড়ে আসা গোলকিপারের অনেক ওপর দিয়ে মাপা শটে ব্যবধান বাড়িয়ে উৎসবে আরও রং লাগান।
৭০ মিনিটে বাংলাদেশের স্কোরলাইন ৩–০ হয়। বাঁ প্রান্তের ক্রসে রিফাত কাজী কোনাকুনি শটে গোলকিপারকে পরাস্ত করেন। বল গোলকিপারের শরীরে লেগে গোললাইন অতিক্রম করে। তিন মিনিট পর ৪–০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মোহাম্মদ মানিকের ক্রসে ডিফেন্ডার তাং তিন ক্লিয়ার করতে গিয়ে নিজেই জড়িয়ে দেন বল জালে। শেষ দিকে এসে অধিনায়ক আবারও জ্বলে উঠেন। ৭৪ মিনিটে ফয়সাল নিজেই দলকে পঞ্চম গোল উপহার দেন (৫–০)। ৮১ মিনিটে তার হ্যাটট্রিক পূর্ণ করেন। সতীর্থের পাসে বক্সের ভেতরে ফাঁকায় প্লেসিং করে দেন। তাতে ৬–০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পর ফয়সাল নিজের চতুর্থ ও দলের হয়ে সপ্তম গোল করে ম্যাকাওর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন (৭–০)। এই জয়ে মূল পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। বড় এই জয়ে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকল। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। গ্রুপে এরপর শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ বাছাইপর্বে প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে হারের পর ফিলিপাইনকে হারিয়ে জয়ের ধারায় আসে।