শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

খুনের আসামি ব্রুনোকে পেতে মরিয়া ১০টি ক্লাব !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০০:০৫ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বয়স মাত্র ৩২। জেল হাজতে টানা ৭ বছর কাটিয়ে এই ফেব্রুয়ারিতেই মুক্তি পেয়েছেন। এবার তিনি আবার মন দিতে চান ফুটবলে। আর ফুটবলই তো তার নেশা। তার ভালবাসা। বলছিলাম ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনোর কথা।

ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ক্লাবে খেলতেন ব্রুনো। হঠাৎই জীবনটা ওলট-‌পালট হয়ে গেল। সেটা ২০১০ সাল। দীর্ঘদিনের বান্ধবী এলিজা সামুডিওকে খুনই করে বসলেন ব্রুনো। এলিজার দোষ ছিল প্রকাশ্যে তিনি দাবি করে বসেন, তার এবং ব্রুনোর এক পুত্রসন্তান রয়েছে। ব্রুনোর এক ভাই আদালতে এসে যে সাক্ষ্য দেন, তাতে চমকে গিয়েছিলেন সকলে। এলিজাকে মেরে ফেলার পর তার শরীরকে টুকরো টুকরো করে কেটে সেই দেহাবশেষ ব্রুনো তার পোষা রটওয়েলার প্রজাতির কুকুরদের খেতে দিতেন। একমাত্র লক্ষ্য ছিল সাক্ষ্য লোপাট।

২০১৩ সালে ব্রাজিলের এক আদালত ব্রুনোকে ২২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। রিও ডি জেনেইরো সন্নিহিত বাঙ্গুর এক জেলে পাঠানো হয় তাকে। যদিও পরে তার শাস্তি  কমিয়ে আনা হয়। গত মাসে জেল থেকে ছাড়া পাওয়ার পর ব্রুনো ফের ফুটবলকেই আঁকড়ে ধরতে চাইছেন।

ব্রুনোর এজেন্ট লুসিও ভেলোসো কুটিনহো জানিয়েছেন, “অন্তত ১০টি ক্লাব ব্রুনোকে দলে নিতে আগ্রহী। ‌কোন ক্লাব, কোন দেশের সেসব এখন ভাঙছি না। তবে, জেনে রাখুন ব্রুনোকে পেতে আগ্রহী অনেক বড় ক্লাবও। ”

‌একসময় বার্সেলোনার মতো ক্লাবও এই ব্রাজিলীয় গোলরক্ষককে দলে টানতে আগ্রহী হয়ে উঠেছিল। এখন কিন্তু পরিস্থিতিটা বেশ অন্যরকম। ব্রুনোর গায়ে ‌হত্যাকারী‌র তকমা পড়ে গিয়েছে। সুতরাং, বার্সার মতো মেগা কোনও ক্লাব এই ৩২ বর্ষীয় সম্পর্কে নতুন করে সত্যিই উৎসাহী হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে !‌

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

খুনের আসামি ব্রুনোকে পেতে মরিয়া ১০টি ক্লাব !

আপডেট সময় : ১২:০০:০৫ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

বয়স মাত্র ৩২। জেল হাজতে টানা ৭ বছর কাটিয়ে এই ফেব্রুয়ারিতেই মুক্তি পেয়েছেন। এবার তিনি আবার মন দিতে চান ফুটবলে। আর ফুটবলই তো তার নেশা। তার ভালবাসা। বলছিলাম ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনোর কথা।

ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ক্লাবে খেলতেন ব্রুনো। হঠাৎই জীবনটা ওলট-‌পালট হয়ে গেল। সেটা ২০১০ সাল। দীর্ঘদিনের বান্ধবী এলিজা সামুডিওকে খুনই করে বসলেন ব্রুনো। এলিজার দোষ ছিল প্রকাশ্যে তিনি দাবি করে বসেন, তার এবং ব্রুনোর এক পুত্রসন্তান রয়েছে। ব্রুনোর এক ভাই আদালতে এসে যে সাক্ষ্য দেন, তাতে চমকে গিয়েছিলেন সকলে। এলিজাকে মেরে ফেলার পর তার শরীরকে টুকরো টুকরো করে কেটে সেই দেহাবশেষ ব্রুনো তার পোষা রটওয়েলার প্রজাতির কুকুরদের খেতে দিতেন। একমাত্র লক্ষ্য ছিল সাক্ষ্য লোপাট।

২০১৩ সালে ব্রাজিলের এক আদালত ব্রুনোকে ২২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। রিও ডি জেনেইরো সন্নিহিত বাঙ্গুর এক জেলে পাঠানো হয় তাকে। যদিও পরে তার শাস্তি  কমিয়ে আনা হয়। গত মাসে জেল থেকে ছাড়া পাওয়ার পর ব্রুনো ফের ফুটবলকেই আঁকড়ে ধরতে চাইছেন।

ব্রুনোর এজেন্ট লুসিও ভেলোসো কুটিনহো জানিয়েছেন, “অন্তত ১০টি ক্লাব ব্রুনোকে দলে নিতে আগ্রহী। ‌কোন ক্লাব, কোন দেশের সেসব এখন ভাঙছি না। তবে, জেনে রাখুন ব্রুনোকে পেতে আগ্রহী অনেক বড় ক্লাবও। ”

‌একসময় বার্সেলোনার মতো ক্লাবও এই ব্রাজিলীয় গোলরক্ষককে দলে টানতে আগ্রহী হয়ে উঠেছিল। এখন কিন্তু পরিস্থিতিটা বেশ অন্যরকম। ব্রুনোর গায়ে ‌হত্যাকারী‌র তকমা পড়ে গিয়েছে। সুতরাং, বার্সার মতো মেগা কোনও ক্লাব এই ৩২ বর্ষীয় সম্পর্কে নতুন করে সত্যিই উৎসাহী হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে !‌