শিরোনাম :
Logo অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত Logo ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ Logo পলাশবাড়ীতে ভিডাব্লিউ ডি প্রকল্পে অনিয়মসহ স্বাক্ষর জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। Logo যবিপ্রবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে পুলিশে সোপর্দ Logo তেকানী ইউনিয়নের সচিব হালিমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ Logo কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের অনন্য উদ্যোগ Logo কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট অক্টোবর থেকে: বেবিচক চেয়ারম্যান” Logo মাদকসহ সাতক্ষীরা শহরের চিহ্নিত চোরাকারবারি আটক Logo দুর্নীতি ও অপচয়ের কারণে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারছি না: জ্বালানি উপদেষ্টা Logo সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে রেকর্ড ইংল্যান্ডের বেথেলের

খুনের আসামি ব্রুনোকে পেতে মরিয়া ১০টি ক্লাব !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০০:০৫ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বয়স মাত্র ৩২। জেল হাজতে টানা ৭ বছর কাটিয়ে এই ফেব্রুয়ারিতেই মুক্তি পেয়েছেন। এবার তিনি আবার মন দিতে চান ফুটবলে। আর ফুটবলই তো তার নেশা। তার ভালবাসা। বলছিলাম ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনোর কথা।

ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ক্লাবে খেলতেন ব্রুনো। হঠাৎই জীবনটা ওলট-‌পালট হয়ে গেল। সেটা ২০১০ সাল। দীর্ঘদিনের বান্ধবী এলিজা সামুডিওকে খুনই করে বসলেন ব্রুনো। এলিজার দোষ ছিল প্রকাশ্যে তিনি দাবি করে বসেন, তার এবং ব্রুনোর এক পুত্রসন্তান রয়েছে। ব্রুনোর এক ভাই আদালতে এসে যে সাক্ষ্য দেন, তাতে চমকে গিয়েছিলেন সকলে। এলিজাকে মেরে ফেলার পর তার শরীরকে টুকরো টুকরো করে কেটে সেই দেহাবশেষ ব্রুনো তার পোষা রটওয়েলার প্রজাতির কুকুরদের খেতে দিতেন। একমাত্র লক্ষ্য ছিল সাক্ষ্য লোপাট।

২০১৩ সালে ব্রাজিলের এক আদালত ব্রুনোকে ২২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। রিও ডি জেনেইরো সন্নিহিত বাঙ্গুর এক জেলে পাঠানো হয় তাকে। যদিও পরে তার শাস্তি  কমিয়ে আনা হয়। গত মাসে জেল থেকে ছাড়া পাওয়ার পর ব্রুনো ফের ফুটবলকেই আঁকড়ে ধরতে চাইছেন।

ব্রুনোর এজেন্ট লুসিও ভেলোসো কুটিনহো জানিয়েছেন, “অন্তত ১০টি ক্লাব ব্রুনোকে দলে নিতে আগ্রহী। ‌কোন ক্লাব, কোন দেশের সেসব এখন ভাঙছি না। তবে, জেনে রাখুন ব্রুনোকে পেতে আগ্রহী অনেক বড় ক্লাবও। ”

‌একসময় বার্সেলোনার মতো ক্লাবও এই ব্রাজিলীয় গোলরক্ষককে দলে টানতে আগ্রহী হয়ে উঠেছিল। এখন কিন্তু পরিস্থিতিটা বেশ অন্যরকম। ব্রুনোর গায়ে ‌হত্যাকারী‌র তকমা পড়ে গিয়েছে। সুতরাং, বার্সার মতো মেগা কোনও ক্লাব এই ৩২ বর্ষীয় সম্পর্কে নতুন করে সত্যিই উৎসাহী হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে !‌

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

খুনের আসামি ব্রুনোকে পেতে মরিয়া ১০টি ক্লাব !

আপডেট সময় : ১২:০০:০৫ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

বয়স মাত্র ৩২। জেল হাজতে টানা ৭ বছর কাটিয়ে এই ফেব্রুয়ারিতেই মুক্তি পেয়েছেন। এবার তিনি আবার মন দিতে চান ফুটবলে। আর ফুটবলই তো তার নেশা। তার ভালবাসা। বলছিলাম ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনোর কথা।

ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ক্লাবে খেলতেন ব্রুনো। হঠাৎই জীবনটা ওলট-‌পালট হয়ে গেল। সেটা ২০১০ সাল। দীর্ঘদিনের বান্ধবী এলিজা সামুডিওকে খুনই করে বসলেন ব্রুনো। এলিজার দোষ ছিল প্রকাশ্যে তিনি দাবি করে বসেন, তার এবং ব্রুনোর এক পুত্রসন্তান রয়েছে। ব্রুনোর এক ভাই আদালতে এসে যে সাক্ষ্য দেন, তাতে চমকে গিয়েছিলেন সকলে। এলিজাকে মেরে ফেলার পর তার শরীরকে টুকরো টুকরো করে কেটে সেই দেহাবশেষ ব্রুনো তার পোষা রটওয়েলার প্রজাতির কুকুরদের খেতে দিতেন। একমাত্র লক্ষ্য ছিল সাক্ষ্য লোপাট।

২০১৩ সালে ব্রাজিলের এক আদালত ব্রুনোকে ২২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। রিও ডি জেনেইরো সন্নিহিত বাঙ্গুর এক জেলে পাঠানো হয় তাকে। যদিও পরে তার শাস্তি  কমিয়ে আনা হয়। গত মাসে জেল থেকে ছাড়া পাওয়ার পর ব্রুনো ফের ফুটবলকেই আঁকড়ে ধরতে চাইছেন।

ব্রুনোর এজেন্ট লুসিও ভেলোসো কুটিনহো জানিয়েছেন, “অন্তত ১০টি ক্লাব ব্রুনোকে দলে নিতে আগ্রহী। ‌কোন ক্লাব, কোন দেশের সেসব এখন ভাঙছি না। তবে, জেনে রাখুন ব্রুনোকে পেতে আগ্রহী অনেক বড় ক্লাবও। ”

‌একসময় বার্সেলোনার মতো ক্লাবও এই ব্রাজিলীয় গোলরক্ষককে দলে টানতে আগ্রহী হয়ে উঠেছিল। এখন কিন্তু পরিস্থিতিটা বেশ অন্যরকম। ব্রুনোর গায়ে ‌হত্যাকারী‌র তকমা পড়ে গিয়েছে। সুতরাং, বার্সার মতো মেগা কোনও ক্লাব এই ৩২ বর্ষীয় সম্পর্কে নতুন করে সত্যিই উৎসাহী হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে !‌