নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বেনোনিতে একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের সকালেই তামিম ইকবালকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে পেশির ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল।
অন্যদিকে, ম্যাচের শেষ দিন চোট পেয়েছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার। তামিম ও সৌম্যর চোট নিয়ে দু’দিন অবশ্য টিম ম্যানেজমেন্ট তেমন কিছুই জানায়নি। তবে ম্যাচ শেষে দলের ফিজিও থিহান চন্দ্রমোহন তাদের শঙ্কামুক্ত করলেন।
এ ব্যাপারে তিনি বলেন, ব্যাটিং করতে নেমে পেশিতে হালকা চোট পেয়েছে তামিম। এই সপ্তাহে সে অনুশীলন শুরু করবে। আশা করি তাকে টেস্টে পাওয়া যাবে। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছে সৌম্য। সাবধানতার জন্য তাকে মাঠের বাইরে রাখা হয়েছে। এই সপ্তাহে ও অনুশীলন শুরু করবে।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ৬ অক্টোবর। এরপর ১৫ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সমাপ্তি ঘটবে।