বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল

রিয়ালেই থাকছেন রোনালদো !

  • আপডেট সময় : ০১:১৩:০৭ অপরাহ্ণ, বুধবার, ২১ জুন ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে আদালতের সমন জারি হয়েছে। ৩১ জুলাই তাকে স্প্যানিশ আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ তারকার বিরুদ্ধে অভিযোগ তিনি ১৪.৭ মিলিয়ন ইউরো (১৩২ কোটি টাকা প্রায়) কর ফাঁকি দিয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। ইউরোপ জুড়ে গুজব রটেছে, তিনি নাকি এরই মধ্যে হুমকি দিয়েছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার।
এমনকি কোথায় কোথায় যেতে পারেন তিনি, তারও একটা লিস্ট ইউরোপিয়ান মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। কেউ বলছেন, রোনালদো সেই পুরনো ঠিকানায় ফিরতে যাচ্ছেন। কেউ বলছেন, পিএসজিই হবে রোনালদোর পরবর্তী ঠিকানা।
এমনকি কেউ কেউ ম্যানসিটিকেও এ পর্তুগিজ তারকার নতুন ঠিকানা হিসেবে কল্পনা করছেন। রোনালদোর পক্ষ থেকে অবশ্য এখনো তেমন কিছুই বলা হয়নি। বরং তার ক্লাব প্রেসিডেন্ট পিরেজ বলছেন, কোথাও যাচ্ছেন না রোনালদো।
তিনি রিয়াল মাদ্রিদেই থাকছেন। গেল মৌসুমে ইতিহাসই গড়েছেন রোনালদো। টানা দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। বার্সেলোনার আধিপত্য শেষ করে জয় করেছেন লা লিগাও। দুরন্ত একটা মৌসুম কাটানোর পর এরই মধ্যে তিনি আরও একবার ব্যালন ডি’অরের জন্য নিজেকে যোগ্য বলে ঘোষণা করেছেন।
কিন্তু কর ফাঁকির অভিযোগ শুনেই রোনালদো ক্ষেপে গেছেন। তিনি বার বারই নিজেকে নির্দোষ দাবি করেছেন।
লিওনেল মেসির বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছিল। মেসিকে শেষ পর্যন্ত জরিমানা দিতে হয়। ২১ মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছিল মেসিকে। তবে মেসি ভাগ্যবান যে তাকে কারাদণ্ড ভোগ করতে হয়নি।
স্পেনের নিয়মানুযায়ী দুই বছরের কম কারাদণ্ড হলে তা ভোগ করতে হয় না।
ক্রিস্টিয়ানো রোনালদোও কী এভাবে বেঁচে যাবেন! মেসির বিরুদ্ধে অবশ্য রোনালদোর চেয়ে অনেক কম অর্থ কর ফাঁকির অভিযোগ ছিল। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ রোনালদোর পক্ষে দাঁড়িয়েছে। সবাই পর্তুগিজ তারকাকে নির্দোষ দাবি করছেন। কিন্তু স্প্যানিশ আদালত কী করে এখন তাই দেখার বিষয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রিয়ালেই থাকছেন রোনালদো !

আপডেট সময় : ০১:১৩:০৭ অপরাহ্ণ, বুধবার, ২১ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে আদালতের সমন জারি হয়েছে। ৩১ জুলাই তাকে স্প্যানিশ আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ তারকার বিরুদ্ধে অভিযোগ তিনি ১৪.৭ মিলিয়ন ইউরো (১৩২ কোটি টাকা প্রায়) কর ফাঁকি দিয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। ইউরোপ জুড়ে গুজব রটেছে, তিনি নাকি এরই মধ্যে হুমকি দিয়েছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার।
এমনকি কোথায় কোথায় যেতে পারেন তিনি, তারও একটা লিস্ট ইউরোপিয়ান মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। কেউ বলছেন, রোনালদো সেই পুরনো ঠিকানায় ফিরতে যাচ্ছেন। কেউ বলছেন, পিএসজিই হবে রোনালদোর পরবর্তী ঠিকানা।
এমনকি কেউ কেউ ম্যানসিটিকেও এ পর্তুগিজ তারকার নতুন ঠিকানা হিসেবে কল্পনা করছেন। রোনালদোর পক্ষ থেকে অবশ্য এখনো তেমন কিছুই বলা হয়নি। বরং তার ক্লাব প্রেসিডেন্ট পিরেজ বলছেন, কোথাও যাচ্ছেন না রোনালদো।
তিনি রিয়াল মাদ্রিদেই থাকছেন। গেল মৌসুমে ইতিহাসই গড়েছেন রোনালদো। টানা দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। বার্সেলোনার আধিপত্য শেষ করে জয় করেছেন লা লিগাও। দুরন্ত একটা মৌসুম কাটানোর পর এরই মধ্যে তিনি আরও একবার ব্যালন ডি’অরের জন্য নিজেকে যোগ্য বলে ঘোষণা করেছেন।
কিন্তু কর ফাঁকির অভিযোগ শুনেই রোনালদো ক্ষেপে গেছেন। তিনি বার বারই নিজেকে নির্দোষ দাবি করেছেন।
লিওনেল মেসির বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছিল। মেসিকে শেষ পর্যন্ত জরিমানা দিতে হয়। ২১ মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছিল মেসিকে। তবে মেসি ভাগ্যবান যে তাকে কারাদণ্ড ভোগ করতে হয়নি।
স্পেনের নিয়মানুযায়ী দুই বছরের কম কারাদণ্ড হলে তা ভোগ করতে হয় না।
ক্রিস্টিয়ানো রোনালদোও কী এভাবে বেঁচে যাবেন! মেসির বিরুদ্ধে অবশ্য রোনালদোর চেয়ে অনেক কম অর্থ কর ফাঁকির অভিযোগ ছিল। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ রোনালদোর পক্ষে দাঁড়িয়েছে। সবাই পর্তুগিজ তারকাকে নির্দোষ দাবি করছেন। কিন্তু স্প্যানিশ আদালত কী করে এখন তাই দেখার বিষয়।