নিউজ ডেস্ক:
কলকাতায় এসেছেন আর্জেন্টিনার ডিয়াগো ম্যারাডোনা। ব্রাজিলের ফুটবলসম্রাট পেল। এবার কলকাতায় দেখা যাবে ‘এল ক্লাসিকো’। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। স্বপ্নের জাল বুনতেই পারেন কলকাতার ফুটবল ভক্তরা।
সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে ভারতে খেলতে আসছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে মেসি-রোনালদো নন, দুই বিখ্যাত ক্লাবের সাবেক ফুটবলারদের খেলতে দেখা যাবে কলকাতায়।
এল ক্লাসিকো দেখার জন্য অপেক্ষায় বসে থাকেন ফুটবলপ্রেমীরা। কলকাতায় মেসি-রোনালদো খেলবেন না ঠিক কথা কিন্তু যারা খেলবেন তারাই বা কম কী। জোহান ক্রুয়েফের স্মৃতিতে ভারতে একটি প্রদর্শনী ম্যাচের ব্যবস্থা করা হচ্ছে।
সেপ্টেম্বরে ওই প্রদর্শনী ম্যাচ হওয়ার কথা। সব ঠিকঠাক থাকলে রোনাল্ডিনহো, রবার্তো কার্লোসের মতো তারকাদের দেখা যেতেই পারে। রবার্তো কার্লোস অবশ্য আইএসএল-এ খেলে গিয়েছেন। রোনাল্ডিনহো কেরলে এসেছিলেন। এ বার কলকাতায় দেখা যাবে ‘এল ক্লাসিকো’র সাবেক ফুটবলারদের।






































