শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

গরমে কেমন পারফিউম ব্যবহার করবেন ?

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২০:১৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বেড়ে চলেছে গ্রীষ্মের উত্তাপ। রাস্তায়, অফিসে সব জায়গায় ঘেমে অস্থির হয়ে উঠছে সবাই। অস্বস্তিকর গরমে পারফিউমের সৌরভই পারে আপনার আশেপাশের পরিবেশকে সুন্দর করে তুলতে। তাই গরমে কেমন পারফিউম ব্যবহার করবেন, তা জানা জরুরি।

পারফিউম হওয়া চাই হাল্কা : গরমে ঘামের গন্ধ দূর করতে অনেকে কড়া পারফিউম ব্যবহার করেন শরীরে। এতে উল্টো উৎকট একটা গন্ধ তৈরি হয়, যা আপনাকে সবার সামনে বিব্রত করতে পারে। তাই সাইট্রাসি, ফ্রুটি উপাদানের পারফিউম ব্যবহার করা উচিত। মাস্ক ও অ্যাম্বার উপাদানসহ পারফিউম এড়িয়ে চলুন।

মিক্স করতে পারেন : একই পারফিউম ব্যবহার না করে গরমে দু’ তিন ধরনের পারফিউম ব্যবহার করে অন্য রকম সুবাস পেতে পারেন। জেসমিন, রোজমেরি, টিউবার রোজ ও লেমন সৌরভের পারফিউম এক সঙ্গে ব্যবহার করতে পারেন।

নারীপুরুষ সবার একই সুগন্ধি : প্রকৃত পক্ষে সুগন্ধি ব্যবহারের কোনো লিঙ্গ বৈষম্য নেই। পুরুষদের পারফিউমও নারীরা ব্যবহার করতে পারেন। এই গ্রীষ্মে সুগন্ধির বৈচিত্র্য আনতে নারীরা মাঝে মধ্যে পুরুষদের পারফিউম বেছে নিতে পারেন।

অতিরিক্ত সুগন্ধি নয়: খুব গরম, তাই ঘামের গন্ধ লুকাতে শরীরে অতিরিক্ত পারফিউম দেওয়া উচিত নয়। অতিরিক্ত সুগন্ধি উৎকট হয়ে উঠতে পারে। হাতের কব্জিতে বা কলারের কোণে পারফিউম স্প্রে করাই যথেষ্ট।

যেখানে যে পারফিউম : গরমে হাল্কা পারফিউম গায়ে মাখুন। ভারি পারফিউমে আপনার মাথাব্যথা হতে পারে। আরেকটি বিষয় জরুরি তা হলো- পরিবেশ অনুযায়ী পারফিউম গায়ে মাখা। অফিসে লাইম ও ভ্যানিলা সুগন্ধি ভালো মানাবে। কফি শপে ডেটে যাচ্ছেন? তাহলে সাইট্রাস, সুইট অ্যামন্ড, রোজ এ জাতীয় সুগন্ধি প্রাধান্য দিন। পার্কে ডেট করতে যাচ্ছেন? তাহলে পাইন, সেডারউড, ওক, অরেঞ্জ  জাতীয় সুগন্ধি বেছে নিন। রাতে বের হলে ফ্লোরাল সেন্ট যেমন- জেরানিয়াম, ম্যান্ডারিন, পিপারি বা অ্যাম্বার সুগন্ধি বেছে নিতে পারেন।

আরেকটি কথা, অনেকেই কব্জিতে পারফিউম স্প্রে করেই সঙ্গে সঙ্গে দু হাত ঘষতে থাকেন, এতে পারফিউমের সুগন্ধি হারিয়ে যায়। তাই স্প্রে করার পর শরীরে সুগন্ধি স্থায়ী হওয়ার সময় দিন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

গরমে কেমন পারফিউম ব্যবহার করবেন ?

আপডেট সময় : ০৭:২০:১৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

বেড়ে চলেছে গ্রীষ্মের উত্তাপ। রাস্তায়, অফিসে সব জায়গায় ঘেমে অস্থির হয়ে উঠছে সবাই। অস্বস্তিকর গরমে পারফিউমের সৌরভই পারে আপনার আশেপাশের পরিবেশকে সুন্দর করে তুলতে। তাই গরমে কেমন পারফিউম ব্যবহার করবেন, তা জানা জরুরি।

পারফিউম হওয়া চাই হাল্কা : গরমে ঘামের গন্ধ দূর করতে অনেকে কড়া পারফিউম ব্যবহার করেন শরীরে। এতে উল্টো উৎকট একটা গন্ধ তৈরি হয়, যা আপনাকে সবার সামনে বিব্রত করতে পারে। তাই সাইট্রাসি, ফ্রুটি উপাদানের পারফিউম ব্যবহার করা উচিত। মাস্ক ও অ্যাম্বার উপাদানসহ পারফিউম এড়িয়ে চলুন।

মিক্স করতে পারেন : একই পারফিউম ব্যবহার না করে গরমে দু’ তিন ধরনের পারফিউম ব্যবহার করে অন্য রকম সুবাস পেতে পারেন। জেসমিন, রোজমেরি, টিউবার রোজ ও লেমন সৌরভের পারফিউম এক সঙ্গে ব্যবহার করতে পারেন।

নারীপুরুষ সবার একই সুগন্ধি : প্রকৃত পক্ষে সুগন্ধি ব্যবহারের কোনো লিঙ্গ বৈষম্য নেই। পুরুষদের পারফিউমও নারীরা ব্যবহার করতে পারেন। এই গ্রীষ্মে সুগন্ধির বৈচিত্র্য আনতে নারীরা মাঝে মধ্যে পুরুষদের পারফিউম বেছে নিতে পারেন।

অতিরিক্ত সুগন্ধি নয়: খুব গরম, তাই ঘামের গন্ধ লুকাতে শরীরে অতিরিক্ত পারফিউম দেওয়া উচিত নয়। অতিরিক্ত সুগন্ধি উৎকট হয়ে উঠতে পারে। হাতের কব্জিতে বা কলারের কোণে পারফিউম স্প্রে করাই যথেষ্ট।

যেখানে যে পারফিউম : গরমে হাল্কা পারফিউম গায়ে মাখুন। ভারি পারফিউমে আপনার মাথাব্যথা হতে পারে। আরেকটি বিষয় জরুরি তা হলো- পরিবেশ অনুযায়ী পারফিউম গায়ে মাখা। অফিসে লাইম ও ভ্যানিলা সুগন্ধি ভালো মানাবে। কফি শপে ডেটে যাচ্ছেন? তাহলে সাইট্রাস, সুইট অ্যামন্ড, রোজ এ জাতীয় সুগন্ধি প্রাধান্য দিন। পার্কে ডেট করতে যাচ্ছেন? তাহলে পাইন, সেডারউড, ওক, অরেঞ্জ  জাতীয় সুগন্ধি বেছে নিন। রাতে বের হলে ফ্লোরাল সেন্ট যেমন- জেরানিয়াম, ম্যান্ডারিন, পিপারি বা অ্যাম্বার সুগন্ধি বেছে নিতে পারেন।

আরেকটি কথা, অনেকেই কব্জিতে পারফিউম স্প্রে করেই সঙ্গে সঙ্গে দু হাত ঘষতে থাকেন, এতে পারফিউমের সুগন্ধি হারিয়ে যায়। তাই স্প্রে করার পর শরীরে সুগন্ধি স্থায়ী হওয়ার সময় দিন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া