খুলনার কয়রায় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগণের জন্য স্থিতিস্থাপক বসতবাড়ি এবং জীবিকা সহায়তা (আরএইচএল)প্রকল্পের আওতায় একটি অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে মদিবাদ লঞ্চঘাট এলকায় এ অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।
সফরে অংশগ্রহন করেন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) ও নবলোক পরিষদের আরএইচএল প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট উপকারভোগীগণ। এ সফরের উদ্দেশ্য ছিল আধুনিক ও জলবায়ু পরিবর্তন সহনশীল প্রযুক্তি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন।
অংশগ্রহণকারীগণ আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ, মাঁচা পদ্ধতিতে ছাগল পালন এবং জলবায়ু পরিবর্তন সহনশীল বসতবাড়ি পরিদর্শন করেন। তারা মাঠ পর্যায়ে উপকারভোগীদের অভিজ্ঞতা শোনেন এবং উদ্ভাবনী উদ্যোগ সমূহ প্রত্যক্ষ করেন। সফর শেষে মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সফর ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে আরএইচএল প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন সহনশীল আবাসন ও টেকসই জীবিকায়ন উন্নয়নে জাগরণী চক্র ফাউন্ডেশন এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।





















































