শনিবার | ১৫ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন Logo শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইবিতে বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন! Logo রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প ও ‌শিক্ষা উপকরণ বিতরণ Logo চাঁদপুরে ড্যাবের আয়োজনে ৭ নং ওয়ার্ডে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান Logo পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে টাকা সহ ভারতীয় শাড়ী ও শাল চাদর আটক। Logo নোবিপ্রবিতে রাতের আঁধারে বিশ্ববিদ্যালয় বাসের তেল চুরি Logo কামারখন্দে জামায়াত নেতার শেল্টারে এক যুবকের সাথে প্রতারণা Logo বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যু Logo ইসলামীপন্থী শাসনে মুসলিম-অমুসলিম সকলের জান-মাল-মর্যাদা সমানভাবে সুরক্ষিত থাকবে -পীর সাহেব চরমোনাই

রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প ও ‌শিক্ষা উপকরণ বিতরণ

রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির আ‌য়োজ‌নে ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প ও জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে ‌শিক্ষা উপকরণ বিতরণ করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১৫ ন‌ভেম্বর) সকাল ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত শহ‌রের রেলও‌য়ে আক্কাছ আলী উচ্চ বিদ‌্যাল‌য়ে শতা‌ধিক অসহায় ও গরীব রোগী‌দের চিকৎসরা চিকৎসা‌সেবা প্রদান ক‌রেন।

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

তিনি বলেন,  এ ধরনের উদ্যোগ সামাজিক ও মানবিক সত্যিই প্রশংসনীয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শুধু দরিদ্র নারী পুরুষ এবং শিশু উপকৃত হবেন। এতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজে দায়িত্ববোধ আরও দৃঢ় হবে। আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, ধরনের উদ্যোগের মাধ্যমে রোগী শনাক্ত করে যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়, তবে সত্যিকারের উন্নয়ন ও জনস্বাস্থ্যের অগ্রগতি সম্ভব। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সুবিধাবঞ্চিতদের দ্বারপ্রান্তে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই।

রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির ফাস্ট প্রেসি‌ডেন্ট রোটা‌রিয়ান র‌কিবুল হাসান রুমনের  সভাপ‌তি‌ত্বে রেলও‌য়ে আক্কাছ আলী উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক গোফরান হো‌সেন, রোটারী ক্লাব অফ চাঁদপুর হিলশা সি‌টির চার্টার প্রেসি‌ডেন্ট রোটা‌রিয়ান র‌হিমা বেগম পিএ‌ইচএফ, রোটা‌রিয়ান ম‌ফিজ উ‌দ্দিন সরকার, ক্লাব সে‌ক্রেটারী রোটা‌রিয়ান ই‌লিয়াছ মজুমদার, ক্লাব লানিং ফে‌সি‌লেটর রোটা‌রিয়ান আসিফুল ইসলাম, ক্লাব ট্রেজারার রোটা‌রিয়ান আ‌শিকুর রহমান, জ‌য়েন্ট ট্রেজারার রোটা‌রিয়ান মাহমুদা রহমান, ডা. মোঃ জুনা‌য়েদ প্রধানীয়া, ডা. মোঃ আ‌তিকুর রহমান, ডা. তাস‌ফিয়া জামান, শিশু ডাক্তার লা‌মিয়া নও‌রিন উপ‌স্থিত ছি‌লেন।

কার্যক্রমে এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন রোটা‌রিয়ান আবু সু‌ফিয়ান হেলাল, রোটা‌রিয়ান সাখাওয়াত, রোটা‌রিয়ান আলী আহমেদ ভূঁইয়া, রোটা‌রিয়ান বিজন পালসহ রোটারী ক্লাব অফ চাঁদপুর হিলশা সি‌টির অঙ্গসংগঠন, রোটা‌রেক্ট ক্লাব অফ চাঁদপুর হিলশা নি‌টির সদস‌্যগণ উক্ত কার্যক্রমে উপ‌স্থিত ছি‌লেন।

ছবির ক্যাপশন: রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির আ‌য়োজ‌নে ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প ও জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে ‌শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অ‌তি‌থি চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন

রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প ও ‌শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ১০:৫৯:১৫ অপরাহ্ণ, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির আ‌য়োজ‌নে ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প ও জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে ‌শিক্ষা উপকরণ বিতরণ করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১৫ ন‌ভেম্বর) সকাল ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত শহ‌রের রেলও‌য়ে আক্কাছ আলী উচ্চ বিদ‌্যাল‌য়ে শতা‌ধিক অসহায় ও গরীব রোগী‌দের চিকৎসরা চিকৎসা‌সেবা প্রদান ক‌রেন।

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

তিনি বলেন,  এ ধরনের উদ্যোগ সামাজিক ও মানবিক সত্যিই প্রশংসনীয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শুধু দরিদ্র নারী পুরুষ এবং শিশু উপকৃত হবেন। এতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজে দায়িত্ববোধ আরও দৃঢ় হবে। আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, ধরনের উদ্যোগের মাধ্যমে রোগী শনাক্ত করে যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়, তবে সত্যিকারের উন্নয়ন ও জনস্বাস্থ্যের অগ্রগতি সম্ভব। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সুবিধাবঞ্চিতদের দ্বারপ্রান্তে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই।

রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির ফাস্ট প্রেসি‌ডেন্ট রোটা‌রিয়ান র‌কিবুল হাসান রুমনের  সভাপ‌তি‌ত্বে রেলও‌য়ে আক্কাছ আলী উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক গোফরান হো‌সেন, রোটারী ক্লাব অফ চাঁদপুর হিলশা সি‌টির চার্টার প্রেসি‌ডেন্ট রোটা‌রিয়ান র‌হিমা বেগম পিএ‌ইচএফ, রোটা‌রিয়ান ম‌ফিজ উ‌দ্দিন সরকার, ক্লাব সে‌ক্রেটারী রোটা‌রিয়ান ই‌লিয়াছ মজুমদার, ক্লাব লানিং ফে‌সি‌লেটর রোটা‌রিয়ান আসিফুল ইসলাম, ক্লাব ট্রেজারার রোটা‌রিয়ান আ‌শিকুর রহমান, জ‌য়েন্ট ট্রেজারার রোটা‌রিয়ান মাহমুদা রহমান, ডা. মোঃ জুনা‌য়েদ প্রধানীয়া, ডা. মোঃ আ‌তিকুর রহমান, ডা. তাস‌ফিয়া জামান, শিশু ডাক্তার লা‌মিয়া নও‌রিন উপ‌স্থিত ছি‌লেন।

কার্যক্রমে এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন রোটা‌রিয়ান আবু সু‌ফিয়ান হেলাল, রোটা‌রিয়ান সাখাওয়াত, রোটা‌রিয়ান আলী আহমেদ ভূঁইয়া, রোটা‌রিয়ান বিজন পালসহ রোটারী ক্লাব অফ চাঁদপুর হিলশা সি‌টির অঙ্গসংগঠন, রোটা‌রেক্ট ক্লাব অফ চাঁদপুর হিলশা নি‌টির সদস‌্যগণ উক্ত কার্যক্রমে উপ‌স্থিত ছি‌লেন।

ছবির ক্যাপশন: রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির আ‌য়োজ‌নে ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প ও জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে ‌শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অ‌তি‌থি চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।