আয়ারল্যান্ডে -নিউজিল্যান্ড-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের সময় সূচি !

  • আপডেট সময় : ০৫:৩৫:২৫ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের সূচি ঠিক করে ফেলেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজ শেষ হবে ২৪ মে। শেষদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এই সিরিজে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।

চলুন দেখে নেওয়া যাক ত্রিদেশীয় সিরিজের সূচি:

তারিখ           ম্যাচ                                 ভেন্যু          বাংলাদেশ সময়

১২-৫-২০১৭  বাংলাদেশ-আয়ারল্যান্ড       ডাবলিন      বিকেল পৌনে ৪টা

১৪-৫-২০১৭    আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড         ডাবলিন      বিকেল পৌনে ৪টা

১৭-৫-২০১৭  বাংলাদেশ-নিউজিল্যান্ড      ডাবলিন       বিকেল পৌনে ৪টা

১৯-৫-২০১৭  বাংলাদেশ-আয়ারল্যান্ড       ডাবলিন       বিকেল পৌনে ৪টা

২১-৫-২০১৭    আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড         ডাবলিন         বিকেল পৌনে ৪টা

২৪-৫-২০১৭  বাংলাদেশ-নিউজিল্যান্ড       ডাবলিন      বিকেল পৌনে ৪টা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়ারল্যান্ডে -নিউজিল্যান্ড-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের সময় সূচি !

আপডেট সময় : ০৫:৩৫:২৫ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের সূচি ঠিক করে ফেলেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজ শেষ হবে ২৪ মে। শেষদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এই সিরিজে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।

চলুন দেখে নেওয়া যাক ত্রিদেশীয় সিরিজের সূচি:

তারিখ           ম্যাচ                                 ভেন্যু          বাংলাদেশ সময়

১২-৫-২০১৭  বাংলাদেশ-আয়ারল্যান্ড       ডাবলিন      বিকেল পৌনে ৪টা

১৪-৫-২০১৭    আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড         ডাবলিন      বিকেল পৌনে ৪টা

১৭-৫-২০১৭  বাংলাদেশ-নিউজিল্যান্ড      ডাবলিন       বিকেল পৌনে ৪টা

১৯-৫-২০১৭  বাংলাদেশ-আয়ারল্যান্ড       ডাবলিন       বিকেল পৌনে ৪টা

২১-৫-২০১৭    আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড         ডাবলিন         বিকেল পৌনে ৪টা

২৪-৫-২০১৭  বাংলাদেশ-নিউজিল্যান্ড       ডাবলিন      বিকেল পৌনে ৪টা