শিরোনাম :
Logo বরগুনা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ড Logo সিরাজদিখানে ঢাবির নবীন শিক্ষার্থীদের ঝিকুটের সংবর্ধনা ২৫ জুলাই Logo মব সন্ত্রাস নিয়ে সমাজের আতঙ্ক ও রাষ্ট্রের নীরবতা Logo ইবিতে সাংবাদিকের ওপর হামলা, শিক্ষার্থীদের বজ্রকণ্ঠে প্রতিবাদ Logo ইবিতে খুলনা জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ সম্মাননা Logo চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইমাম পরিষদের মানববন্ধন Logo চাঁদপুরের মতলব উত্তরে ক্লু-লেস হাবিব হত্যা মামলার মূল আসামী গ্রেফতার Logo সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না : নাহিদ ইসলাম Logo নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির Logo ভারতের শুল্ক ২০ শতাংশের কম হতে পারে,যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তি

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক আজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০৬:৫৭ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৭১৯ বার পড়া হয়েছে

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির বিষয়ে ইসরাইল ও হামাসের মধ্যে ‘এই সপ্তাহেই চুক্তি’ হতে পারে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

অন্যদিকে, রোববার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় ইসরাইল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার শুরু হয়। আলোচনার লক্ষ্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও বন্দিদের মুক্তি বিষয়ে সমঝোতা করা।

নেতানিয়াহুর সফর প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের জানান, একটি চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যেই অনেক জিম্মিকে মুক্ত করেছি। যারা এখনো গাজায় আটক রয়েছেন, তাদের মধ্যে অনেককে শিগগিরই মুক্ত করা হবে।

এদিকে, ওয়াশিংটনে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘নিশ্চিতভাবেই চুক্তিকে এগিয়ে নিতে সাহায্য করবে।’

প্রায় দু’বছর ধরে চলমান গাজা যুদ্ধে সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ।

নেতানিয়াহু বলেন, দোহায় পাঠানো প্রতিনিধিদের তিনি ‘স্পষ্ট নির্দেশনা’ দিয়েছেন, যাতে ‘সমঝোতার শর্তাবলীর মধ্যে থেকে চুক্তিতে পৌঁছানো যায়।’

এর আগে তিনি অভিযোগ করেন, কাতার ও মিসরের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রসমর্থিত যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে হামাসের কিছু ‘অগ্রহণযোগ্য’ দাবি অন্তর্ভুক্ত ছিল।

বন্দিমুক্তি চুক্তির খসড়া ও শর্ত

পরোক্ষ আলোচনার সঙ্গে জড়িত দুটি ফিলিস্তিনি সূত্র এএফপি’কে জানিয়েছে, প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে হামাস ১০ জীবিত জিম্মি ও কয়েকটি মরদেহ ফেরত দেবে, বিনিময়ে ইসরাইল ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দেবে।

তবে হামাস চাইছে, ইসরাইল যেন পুরোপুরি সেনা প্রত্যাহার করে, আলোচনা চলাকালে হামলা না চালায় এবং জাতিসংঘের নেতৃত্বে ত্রাণ বিতরণ পুনঃপ্রতিষ্ঠা করে।

ইসরাইলি প্রেসিডেন্ট ইজাক হারজোগ নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকে ‘গুরুত্বপূর্ণ মিশন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমাদের সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনার জন্য এ সফর একটি বড় সুযোগ।’

হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। তবে সেখানে সাংবাদিকরা থাকবেন না।

মানবিক সংকটের ভয়াবহ চিত্র

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, রোববার ইসরাইলি বাহিনীর হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে শেখ রাদওয়ান এলাকায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন।

শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা ওসামা আল-হানাউই এএফপি’কে বলেছেন, ‘প্রতিদিন যুবক, পরিবার ও শিশুদের হারাচ্ছি, এটি এখনই থামাতে হবে। আর রক্তপাত চাই না। ’

গাজায় আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর ইসরাইলি বিধিনিষেধ এবং অনেক এলাকায় প্রবেশে অসুবিধার কারণে এএফপি সিভিল ডিফেন্স এজেন্সির দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এএফপি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট স্থানের তথ্য ছাড়া তারা হামলা নিয়ে কোনো মন্তব্য করতে রাজী নয়।

ত্রাণ বিতরণেও প্রাণহানি

মে মাসের শেষ দিকে ইসরাইল আংশিকভাবে দু’মাসের অবরোধ শিথিল করলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণের দায়িত্ব নেয়। তবে বিতরণকেন্দ্রের বাইরে রেশন নেওয়ার অপেক্ষায় থাকা শত শত মানুষ নিহত হওয়ার খবর মিলেছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ ত্রাণের জন্য অপেক্ষারত অবস্থায় প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এ সংখ্যা ৭৫১ জন।

২০২৩ সালের হামলায় ফিলিস্তিনি যোদ্ধারা ২৫১ জন ইসরাইলিকে জিম্মি করে, যাদের মধ্যে ৪৯ জন এখনো গাজায় বন্দি রয়েছে। এর মধ্যে ২৭ জনকে ইসরাইলি সেনাবাহিনী মৃত বলে দাবি করেছে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১ হাজার ২১৯ ইসরাইলি নিহত হয়। এর পরই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে তেল আবিব। হামলায় এ পর্যন্ত অন্তত ৫৭ হাজার ৪১৮ জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক (হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, যা জাতিসংঘও বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করছে)।

মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় এর আগে দু’দফা সাময়িক যুদ্ধবিরতিতে কয়েকজন বন্দিকে মুক্ত করা হয়েছিল। তবে হামাসের স্থায়ী যুদ্ধবিরতির শর্ত ইসরাইল বারবার প্রত্যাখ্যান করায় সাম্প্রতিক চেষ্টাগুলো ব্যর্থ হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বরগুনা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ড

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক আজ

আপডেট সময় : ০৩:০৬:৫৭ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির বিষয়ে ইসরাইল ও হামাসের মধ্যে ‘এই সপ্তাহেই চুক্তি’ হতে পারে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

অন্যদিকে, রোববার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় ইসরাইল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার শুরু হয়। আলোচনার লক্ষ্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও বন্দিদের মুক্তি বিষয়ে সমঝোতা করা।

নেতানিয়াহুর সফর প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের জানান, একটি চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যেই অনেক জিম্মিকে মুক্ত করেছি। যারা এখনো গাজায় আটক রয়েছেন, তাদের মধ্যে অনেককে শিগগিরই মুক্ত করা হবে।

এদিকে, ওয়াশিংটনে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘নিশ্চিতভাবেই চুক্তিকে এগিয়ে নিতে সাহায্য করবে।’

প্রায় দু’বছর ধরে চলমান গাজা যুদ্ধে সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ।

নেতানিয়াহু বলেন, দোহায় পাঠানো প্রতিনিধিদের তিনি ‘স্পষ্ট নির্দেশনা’ দিয়েছেন, যাতে ‘সমঝোতার শর্তাবলীর মধ্যে থেকে চুক্তিতে পৌঁছানো যায়।’

এর আগে তিনি অভিযোগ করেন, কাতার ও মিসরের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রসমর্থিত যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে হামাসের কিছু ‘অগ্রহণযোগ্য’ দাবি অন্তর্ভুক্ত ছিল।

বন্দিমুক্তি চুক্তির খসড়া ও শর্ত

পরোক্ষ আলোচনার সঙ্গে জড়িত দুটি ফিলিস্তিনি সূত্র এএফপি’কে জানিয়েছে, প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে হামাস ১০ জীবিত জিম্মি ও কয়েকটি মরদেহ ফেরত দেবে, বিনিময়ে ইসরাইল ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দেবে।

তবে হামাস চাইছে, ইসরাইল যেন পুরোপুরি সেনা প্রত্যাহার করে, আলোচনা চলাকালে হামলা না চালায় এবং জাতিসংঘের নেতৃত্বে ত্রাণ বিতরণ পুনঃপ্রতিষ্ঠা করে।

ইসরাইলি প্রেসিডেন্ট ইজাক হারজোগ নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকে ‘গুরুত্বপূর্ণ মিশন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমাদের সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনার জন্য এ সফর একটি বড় সুযোগ।’

হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। তবে সেখানে সাংবাদিকরা থাকবেন না।

মানবিক সংকটের ভয়াবহ চিত্র

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, রোববার ইসরাইলি বাহিনীর হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে শেখ রাদওয়ান এলাকায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন।

শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা ওসামা আল-হানাউই এএফপি’কে বলেছেন, ‘প্রতিদিন যুবক, পরিবার ও শিশুদের হারাচ্ছি, এটি এখনই থামাতে হবে। আর রক্তপাত চাই না। ’

গাজায় আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর ইসরাইলি বিধিনিষেধ এবং অনেক এলাকায় প্রবেশে অসুবিধার কারণে এএফপি সিভিল ডিফেন্স এজেন্সির দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এএফপি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট স্থানের তথ্য ছাড়া তারা হামলা নিয়ে কোনো মন্তব্য করতে রাজী নয়।

ত্রাণ বিতরণেও প্রাণহানি

মে মাসের শেষ দিকে ইসরাইল আংশিকভাবে দু’মাসের অবরোধ শিথিল করলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণের দায়িত্ব নেয়। তবে বিতরণকেন্দ্রের বাইরে রেশন নেওয়ার অপেক্ষায় থাকা শত শত মানুষ নিহত হওয়ার খবর মিলেছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ ত্রাণের জন্য অপেক্ষারত অবস্থায় প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এ সংখ্যা ৭৫১ জন।

২০২৩ সালের হামলায় ফিলিস্তিনি যোদ্ধারা ২৫১ জন ইসরাইলিকে জিম্মি করে, যাদের মধ্যে ৪৯ জন এখনো গাজায় বন্দি রয়েছে। এর মধ্যে ২৭ জনকে ইসরাইলি সেনাবাহিনী মৃত বলে দাবি করেছে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১ হাজার ২১৯ ইসরাইলি নিহত হয়। এর পরই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে তেল আবিব। হামলায় এ পর্যন্ত অন্তত ৫৭ হাজার ৪১৮ জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক (হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, যা জাতিসংঘও বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করছে)।

মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় এর আগে দু’দফা সাময়িক যুদ্ধবিরতিতে কয়েকজন বন্দিকে মুক্ত করা হয়েছিল। তবে হামাসের স্থায়ী যুদ্ধবিরতির শর্ত ইসরাইল বারবার প্রত্যাখ্যান করায় সাম্প্রতিক চেষ্টাগুলো ব্যর্থ হয়েছে।