শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

নাসুমের চড়-কাণ্ড নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:৫০:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৭৫৮ বার পড়া হয়েছে
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে মাঠের ব্যর্থতার সঙ্গে সঙ্গে বাইরের বিতর্কও ঘিরে ধরেছিল বাংলাদেশ দলকে। বিশ্বকাপ শেষ হলেও সেই বিতর্কের রেশ যেন কাটছেই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত তদন্ত কমিটির সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। যেখানে বলা হয় বিশ্বকাপ চলাকালীন সময়ে নাসুম আহমেদের চড় কান্ড ইস্যুতে চলে এসেছে তামিম ইকবালের নাম। যেখানে বলা হয়, তামিম ইকবাল সে সময়ের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দিতে এই কাণ্ডে জড়িয়ে পড়েন। 

এবার সেই বিষয়ে দীর্ঘ এক ফেসবুক পোস্ট দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। তামিম শুরুতে লেখেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

‘আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

নিজের পক্ষে যুক্তি দেখিয়ে তামিম এরপর বলেন, ‘যারা আমার ভক্ত-সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন।’

আত্মপক্ষ সমর্থন করে তামিম বলেন, ‘আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেননি। আমি তো তখন দলেই ছিলাম না। তদন্ত কমিটির কাছেও একইরকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন!’

স্ট্যাটাসের শেষে তামিম যোগ করেন, ‘কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। এই ব্যাপারটিকে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করছেন, তাদেরকে আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

নাসুমের চড়-কাণ্ড নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল

আপডেট সময় : ০৬:৫০:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে মাঠের ব্যর্থতার সঙ্গে সঙ্গে বাইরের বিতর্কও ঘিরে ধরেছিল বাংলাদেশ দলকে। বিশ্বকাপ শেষ হলেও সেই বিতর্কের রেশ যেন কাটছেই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত তদন্ত কমিটির সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। যেখানে বলা হয় বিশ্বকাপ চলাকালীন সময়ে নাসুম আহমেদের চড় কান্ড ইস্যুতে চলে এসেছে তামিম ইকবালের নাম। যেখানে বলা হয়, তামিম ইকবাল সে সময়ের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দিতে এই কাণ্ডে জড়িয়ে পড়েন। 

এবার সেই বিষয়ে দীর্ঘ এক ফেসবুক পোস্ট দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। তামিম শুরুতে লেখেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

‘আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

নিজের পক্ষে যুক্তি দেখিয়ে তামিম এরপর বলেন, ‘যারা আমার ভক্ত-সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন।’

আত্মপক্ষ সমর্থন করে তামিম বলেন, ‘আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেননি। আমি তো তখন দলেই ছিলাম না। তদন্ত কমিটির কাছেও একইরকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন!’

স্ট্যাটাসের শেষে তামিম যোগ করেন, ‘কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। এই ব্যাপারটিকে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করছেন, তাদেরকে আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।’