৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

0
11

চুয়াডাঙ্গায় বিআরডিবি কর্মচারী সংসদের অবস্থান কর্মসূচি
নিউজ ডেস্ক:বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)কে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ এ রূপান্তরসহ ৭ দফা দাবিতে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ সিবিএ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালকের কার্যালয়ের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সিবিএ’র সভাপতি নাসির উদ্দীন, সাধারন সম্পাদক সাইফুজ্জামান, সাংগাঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, কার্যকরী সভাপতি মতিউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ‘বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তর করতে হবে। প্রকল্পে কর্মরতদের আয় থেকে দায় প্রথা বাতিল করে ১০০ শতাংশ বেতন প্রথা নিশ্চিত করতে হবে। এছাড়া কেন্দ্রীয় ঘোষিত দাবি সমূহ বাস্তবায়ন করতে হবে। তা না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।’ পরে বেলা ১২টার দিকে দাবি আদায়ের লক্ষ্যে সিবিএ নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের নিকট স্মারকলিপি প্রদান করেন।