এই টকটাইম অফার পেতে, উপযুক্ত গ্রাহককে (আই-সিম, ফ্লেক্সিলোড সিম এবং বিপিও ছাড়া সকল প্রিপেইড গ্রাহক) *১২১*৪০১৮# ডায়াল করতে হবে
গ্রাহক পাবেন ৩৫০ মিনিট (জিপি-যে কোন লোকাল অপারেটরে)
মিনিটের মেয়াদ ৩০ দিন এবং দিনরাত ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে
মেয়াদের শেষে, গ্রাহকের ফ্রি মিনিট বাকি থাকলে তা বাদ হয়ে যাবে। যেকোনোভাবে, মেয়াদের মধ্যেই আবার এই প্যাক ক্রয় করলে তা যোগ হয়ে যাবে এবং মেয়াদ বৃদ্ধি পাবে
অবশিষ্ট মিনিট জানতে গ্রাহকগণকে *১২১*১*২# ডায়াল করতে হবে
ক্রয়কৃত মিনিট যেকোনো লোকাল অপারেটরে ব্যবহার করা যাবে
“জিপি – যেকোনো লোকাল অপারেটর” বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন এবং জিপি-আইপিটিএসপি) যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয়।
মূল্যের সাথে সম্পূরক শুল্ক+ভ্যাট+সারচার্জ অন্তর্ভুক্ত