স্বস্তির জয়ে চতুর্থ রাউন্ডে আর্সেনাল !

0
36

নিউজ ডেস্ক:

অলিভিয়ে জিরুদের গোলে দ্বিতীয় সারির দল প্রেস্টন নর্থ এন্ডের মাঠে স্বস্তির জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে আর্সেনাল। তৃতীয় রাউন্ডে  শনিবার প্রেস্টনের মাঠে ২-১ গোলে জেতে আর্সেন ভেঙ্গারের শিষ্যরা।

ম্যাচের সপ্তম মিনিটে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড ক্যালাম রবসন। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে দলকে সমতায় ফেরান ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র‌্যামজি। অবশেষে ৮৯তম মিনিটে লুকাজ পেরেসের বাড়ানো বল ধরে জয় নিশ্চিত করেন ফরাসি স্ট্রাইকার জিরুদ।