শৈলকুপায় প্রধান শিক্ষকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে

0
8

শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন
নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপার পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দারের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, ফেসবুকে সাংবাদিকদের নামে কুরুচিপূর্ণ পোস্ট, শিক্ষক-শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে বিদ্যালয় চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, শৈলকুপার পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার যোগদানের পর থেকেই ভুয়া বিল ভাউচারের মাধ্যমে বিদ্যালয়র অর্থ আত্মসাৎ করে যাচ্ছেন। তাছাড়া তিনি শিক্ষক-শিক্ষার্থীদের উপর নানা ধরনের নির্যাতন করে আসছেন। এসবের বিরুদ্ধে সাংবাদিকরা নিউজ করায় ৩ সাংবাদিকের নামে স্কুলের নিজস্ব ফেসবুকের আইডিতে কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছেন। ফলে তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হয়েছে। তিনি এখন লাতক রয়েছেন। তাই তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধন কর্মসূচি শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির কাছে স্বারকলিপি প্রদান করেন। এদিকে মঙ্গলবার রাতে শৈলকুপা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকরা এক প্রতিবাদ সভার আয়োজন করেন। প্রেসক্লাবের সভাপতি শাহিন আক্তার পলাশ সভায় সভাপতিত্ব করেন। ফেসবুকে সাংবাদিকদের নামে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অবিলম্বে প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনকে গ্রেফতার ও চাকরিচ্যুত করা দাবি জানানো হয়।