ভারতের হয়ে দ্বিতীয় ম্যাচেই অবিশ্বাস্য রেকর্ড অভিষেকের

0
21

ভারতের হয়ে মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক টি২০ খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন ওপেনার অভিষেক শর্মা। মারকুটে ব্যাটিং করে মাত্র ৪৬ বলেই সেঞ্চুরি তুলে নেন তিনি। ভারতের হয়ে আন্তর্জাতিক টি২০ ফরম্যাটে যা তৃতীয় দ্রুততম। এছাড়া অভিষেকের পর তার আগে সেঞ্চুরির নজির নেই আর কোনো ভারতীয় ব্যাটারের।

আজ রোববার (৭ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ভারত ২ উইকেট হারিয়ে তোলে ২৩৪ রান। এই বড় সংগ্রহের কৃতিত্ব অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড় এবং রিংকু সিংয়ের।

রুতুরাজ ও রিংকু মিলে দারুণভাবে ইনিংস শেষ করার আগে মাত্র ৪৬ বলে সেঞ্চুরি তুলে নেন অভিষেক। এর আগে ৪৬ বলে সেঞ্চুরি করার কীর্তি আছে লোকেশ রাহুলেরও।

তবে দলটির হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ভাঙা হয়নি অভিষেকের। যা আছে রোহিত শর্মার দখলে। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৫ বলে করেছিলেন সেঞ্চুরি। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার বিপক্ষেই ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

সবশেষ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বিস্ফোরক ব্যাটিং করে আলোচনায় আসেন অভিষেক। সেই বিধ্বংসী ব্যাটিং এবার তিনি টেনে নিয়ে এলেন জাতীয় দলেও। প্রথম ম্যাচে ডাক মারলেও এদিন শুরু থেকেই জিম্বাবুয়ে বোলারদের শাসন করেন তিনি। ৪৭ বলে ঠিক ১০০ রান করে সাজঘরে ফেরেন অভিষেক। তাকে ফেরান ওয়েলিংটন মাসাকাদজা।

এরপর ভারতের হয়ে দোর্দণ্ড প্রতাপে ইনিংস শেষ করে রুতুরাজ এবং রিংকু। রুতুরাজ ৪৭ বলে ৭৭ রান করে থাকেন অপরাজিত। রিংকুর শুরুটা স্লথ হলেও, শেষে স্বাগতিক বোলারদের বেধড়ক পিটিয়ে ২২ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

এর আগে, ইনিংসের শুরুতেই ফেরেন অধিনায়ক শুভমন গিল। ২ রান করেই ব্লেসিং মুজারাবানিকে উইকেট দেন তিনি।